স্পোর্টস ডেস্ক: প্রিয়রঞ্জন দাসমুন্সির পর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের শীর্ষপদে বসলেন আরেক বাঙালি – কল্যাণ চৌবে। ৮৫ বছর পর এই প্রথমবার কোনও প্রাক্তন জাতীয় ফুটবলার এই পদে বসলেন। গোলকিপার বনাম স্ট্রাইকারের লড়াইয়ে বাজিমাত করলেন কল্যাণ।
৩৩-১ ভোটে হারালেন ভারতীয় ফুটবলেরই নক্ষত্র বাইচুং ভুটিয়াকে। গুজরাত ফুটবল অ্যাসোসিয়েশনের হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন চৌবে। বাংলার দুই প্রধানে খেলা কল্যাণের সমর্থনে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুরা। সমর্থনে ছিল অরুণাচল প্রদেশও। ১৩ বছর পর ভারতীয় ফুটবল পেল নতুন সভাপতিকে। এতদিন ধরে এই পদে ছিলেন এনসিপির সাংসদ প্রফুল প্যাটেল। কল্যাণকে টুইট করে অভিনন্দন জানিয়েছেন তিনিও।
টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে ফুটবলের পাঠ নিয়েছিলেন কল্যাণ চৌবে। কল্যাণ এবং বাইচুং দুজনেই নিজেদের ফুটবল কেরিয়ারের দোরগোড়ায় ইস্টবেঙ্গল ক্লাবে একসঙ্গে খেলেছিলেন বহু ম্যাচ। ভারতের সিনিয়র ফুটবল দলের হয়ে কখনও খেলতে না পারলেও বেশ কয়েকবার স্কোয়াডে রাখা হয়েছিল চৌবেকে। যদিও আন্তর্জাতিক বয়সভিত্তিক টুর্নামেন্টে তিনি বেশ কয়েকবার ভারতের হয়ে খেলেছেন।
একুশের বিধানসভা নির্বাচনে মানিকতলা আসন থেকে গেরুয়া শিবিরের টিকিটে প্রার্থী হয়েছিলেন কল্যাণ। সেই নির্বাচনে হেরে গেলেও ফেডারেশনের সভাপতি পদের নির্বাচনে আশাহত হতে হলনা চৌবেকে। বড় ব্যবধানে পাহাড়ি বিছেকে অনেকটাই পিছনে ফেলে সভাপতি পদ দখল করে নেন তিনি।
নিজের এই পরাজয় নিয়ে মোটেই মুষড়ে পড়েননি ৪৫ বছরের বাইচুং। তিনি বলেন,” প্রথমত আমি কল্যাণকে অভিনন্দন জানাতে চাই। আশা করবো ওর নেতৃত্বে ভারতীয় ফুটবলের অনেক উন্নতি হবে। এছাড়াও আমি দেশের সমস্ত ফুটবলপ্রেমীদের ধন্যবাদ জানাতে চাই। আমি এর আগেও ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কাজ করে গেছি এবং ভবিষতেও করে যাব।”