Arvind-Rahul

Arvind Kejriwal: ”কংগ্রেস-আপের দাম্পত্য চিরকালীন নয়”, ফল ঘোষণার আগেই ‘বিচ্ছেদ’-র স্পষ্ট ইঙ্গিত কেজরিওয়ালের গলায়

ইউ এন লাইভ নিউজ: লোকসভা নির্বাচনে দিল্লি, গোয়া সহ পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কংগ্রেসের সঙ্গে জোট করেছে আপ। জোট সূত্রে খবর, নিজের খাসতালুক দিল্লিতেই কেজরিওয়ালের আপ লড়ছে ৭টির মধ্যে চার আসনে। হরিয়ানায় একটি, গুজরাটে দুটি আসনে প্রার্থী দিয়েছে আপ। গোয়া, চণ্ডীগড়ে আপ কোনও আসনে লড়ছে না। এরই মাঝে একটি হাস্যকর বিষয় হল , এই জোট ভেঙে পাঞ্জাবে আবার আপ এবং কংগ্রেস একে অপরের প্রতিদ্বন্দ্বী।

আপ এবং কংগ্রেসের এই জোট নিয়ে বিরোধীরা কটাক্ষ করেছেন বারবার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে আপ প্রধান স্পষ্ট জানিয়েছেন, “কংগ্রেস এবং আপের এই যে দাম্পত্য, সেটা চিরকালীন নয়। এই সম্পর্ক খুব তাড়াতাড়িই শেষ হবে। আমাদের একমাত্র লক্ষ্য বিজেপির স্বৈরাচার এবং গুন্ডামির বিরুদ্ধে লড়াই করা।” কেজরির সাফ জবাব, “এই মুহূর্তে দেশ বাঁচানোটা দরকার। বিজেপিকে হারাতে যেখানে যেখানে জোট দরকার সেখানে সেখানে আমরা জোট করে লড়াই করছি ।” পাঞ্জাবে কেন জোট করতে পারলেন সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, “পাঞ্জাবে বিজেপির অস্তিত্ব নেই। সেখানে লড়াই করার জন্য জোট বাঁধার প্রয়োজন নেই।”

কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেই রাজনীতির মঞ্চে উঠে এসেছিল আম আদমী পার্টি। একসময় সোনিয়া গান্ধীর গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্তদের তালিকায় তিনি রাহুল গান্ধীরও নামও রেখেছিলেন। এখন সেই গান্ধী পরিবারের সঙ্গেই সংসার করছে আপ।যা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে

About Sukanya Chatterjee

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *