Alipore weather Report And Loksabha Election 2024

Weather Forecast: ভোট সপ্তমীতে বৃষ্টির আশঙ্কা ! বঙ্গে কবে ঢুকছে বর্ষা? কি জানাল হাওয়া অফি

ইউ এন লাইভ নিউজ: গত কাল অর্থাৎ ৩০ কেরলে পা রেখেছে বর্ষা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সিকিমেও আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বর্ষা ঢুকবে। বাংলাকেও আর বেশিদিন অপেক্ষা করতে হবে না বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। উল্লেখ্য আগামীকাল ১ জুন অর্থাৎ শেষ দফায় বঙ্গের নয় কেন্দ্রে ভোট রয়েছে।

ঘূর্ণিঝড় ‘রেমাল’ তার ছাপ রেখে গিয়েছে বাংলার বুকে। এরইমধ্যে বড় দুর্যোগের আপডেট রয়েছে উত্তরবঙ্গে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে আবহাওয়া অফিস। সবথেকে বেশি বৃষ্টির সম্ভবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। বৃহস্পতিবার রাত ৮টা থেকে বৃষ্টিও শুরু হয়েছে জলপাইগুড়িতে, আবহাওয়া দপ্তর সূত্রে এমনই খবর। অন্যদিকে প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি নদীতে হড়পা বানের সম্ভাবনার আশঙ্কা দেখা দিয়েছে।

৩০ মে থেকে নতুন মাসের শুরুর দু-এক দিন বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গও। দক্ষিণবঙ্গের তিন জেলা পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ১ তারিখে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। বেশি বৃষ্টি হতে পারে পূর্ব, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে।

এই একই দিনে কেরলে বর্ষা প্রবেশ করেছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সিকিমেও আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে ঢুকে যাবে বর্ষা। বাংলাকেও আর বেশিদিন অপেক্ষা করতে হবে না বলে নিশ্চিত করেছে আবহাওয়া দফতর। প্রসঙ্গত, ১ জুনই আবার লোকসভা ভোটের শেষ দফায় বঙ্গে ভোট রয়েছে। তবে যে জেলাগুলিতে ভোট রয়েছে সেখানে খুব একটা বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।