ইউ এন লাইভ নিউজ: লোকসভা নির্বাচনের প্রচার শেষ। শনিবার অর্থাৎ ১ জুন শেষ দফার ভোট। দেশের ৮ রাজ্যের ৫৭ আসনে ভোট গ্রহণ। সপ্তম দফার ভোটের একদিন আগে কংগ্রেস চাঞ্চল্যকর দাবি করল, ”কেন্দ্রে পালা বদল হচ্ছেই। ইন্ডিয়া জোটের দলগুলির থেকে যে ফিডব্যাক পেয়েছে কংগ্রেস, তাতে ক্ষমতায় আসতে চলেছে ইন্ডিয়া জোট।”
বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাংবাদিক বৈঠকে করেন দিল্লির কংগ্রেস দপ্তরে। বৈঠক শেষে খাড়গে জানালেন, ”মোদি সরকারের বিদায় নিশ্চিত। ৪ জুন ইন্ডিয়া জোট সরকার গড়বে।” এদিন নরেন্দ্র মোদিকে আক্রমণ শানিয়ে তিনি বলেছেন, ”গোটা নির্বাচনী পর্বে বেকারত্ব, মূল্যবৃদ্ধি নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি প্রধানমন্ত্রী। অথচ মূল ইস্যু থেকে নজর ঘুরিয়ে দিতে মন্দির-মসজিদ, হিন্দু-মুসলিম তাস খেলেছেন। গত পনেরো দিনে প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভায় কংগ্রেসের নাম নিয়েছেন ২৩২ বার। নিজের নাম নিয়েছেন ৭৫৮ বার, ইন্ডিয়া জোটের নাম নিয়েছেন ৫৭৩ বার!” খাড়গে মনে করিয়ে দেন, ”নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ ছিল, জাতপাত বা সাম্প্রদায়িক ভাষণ দেওয়া যাবেনা। অথচ মোদি তাঁর ভাষণে সমাজকে বিভাজন করার উদ্দেশে ‘মন্দির,মসজিদ, মুসলিম’ এবং অন্যান্য ধর্ম সম্পর্কে ৪২১ বার কথা বলেছেন। মুসলিম, পাকিস্তান, সংখ্যালঘু’ ২২৪ বার উচ্চারণ করেছেন শেষ পনেরো দিনে।”
১ জুনের বৈঠকে মমতার আসতে না পারার প্রসঙ্গে এদিন খাড়গের কাছে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশে ২ জুন তিহাড় জেলে আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে । ফলে তাঁকে এই বৈঠকে সামিল করতে গেলে আগেই আলোচনায় বসতে হত ‘ইন্ডিয়া’কে’।
তিনি আরও বলেন, ”সেদিনের বৈঠক হবে ঘরোয়াভাবে। ভোটের ফল ঘোষণার দিন আমাদের কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে তাই নিয়ে আলোচনা হবে। মমতা আমায় লিখেছেন, সেদিন নির্বাচনে ব্যস্ত থাকবেন। তাছাড়া সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রেও নির্বাচন রয়েছে। তাই উনি ব্যস্ত থাকবেন সেইজন্য আসতে পারবেন না। এ নিয়ে কোনো বড় সম্যসা নেই।”
Leave a Reply