ইউ এন লাইভ নিউজ: শেষ হয়েছে লোকসভা ভোট। ঘোষিত হয়েছে ফলাফলও। রাজ্যজুড়ে সবুজের সুনামি দেখা গিয়েছে। এবার রাজ্যের উন্নয়নের দিকে নজর দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে প্রশাসনিক বৈঠকের আয়োজন করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। সূত্র মারফত খবর, আগামী ১১ জুন নবান্নের সভাঘরে হবে মেগা বৈঠক।
সেখানে সমস্ত দপ্তরের মন্ত্রী ও সচিব, যুগ্ম সচিবরা উপস্থিত থাকবে বলে জানা যাচ্ছে। এছাড়াও ওই বৈঠকে হাজির থাকবেন প্রত্যেক জেলাশাসক এবং পুলিশ সুপারেরা। রাজ্যজুড়ে প্রশাসনিক কাজকর্ম কোথায় কি থমকে রয়েছে, তা পর্যালোচনা করা হবে ওইদিনের বৈঠকে।
৩১ মার্চ থেকে লোকসভা ভোটের প্রচারে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জেলায় জেলায় ঘুরে প্রচার সেরেছেন। কলকাতায় ভোট ছিল শেষ দফায়, অর্থাৎ ১ জুন। বাংলার ৪২ আসনের মধ্যে ২৯টিই তৃণমূলের দখলে। রাজ্যজুড়ে সবুজ ঝড় বয়ে গিয়েছে। এই ফলাফলে খুশি তৃণমূল নেত্রী। তাই এবার রাজ্যের উন্নয়নের ধারা বজায় রাখার দিকে নজর দিতে চান মুখ্যমন্ত্রী।