ইউ এন লাইভ নিউজ: ২০২৪ টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশিত হওয়ার পর থেকে যদি কোনও ম্যাচ নিয়ে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা তা হল ৯ জুন, রবিবারের ভারত-পাকিস্তানের। তবে নিউ ইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কিছুটা হলেও সেই উৎসাহের পারদ নীচে নামিয়ে আনছে।
২০ ওভারের ক্রিকেটে টানটান উত্তেজনা দেখতে চায় ক্রিকেটপ্রেমীরা। ঠিক যেমনটি হয় আইপিএলে। কিন্তু নিউ ইয়র্কের এই পিচে পুরো ওভারে টেনেটুনে একশো রানও করতে পারছে না দলগুলো। যার ফলে অধিকাংশই ম্যাচ হচ্ছে একতরফা। এই নাসাউ স্টেডিয়ামের পিচ নিয়ে বর্তমানে তোলপাড় চলছে ক্রিকেটমহলে। ভারত-আয়ারল্যান্ড ম্যাচের পর যা দ্বিগুণ হয়ে গিয়েছে। পিচে অসমান বাউন্স আছে। বিশেষজ্ঞদের নজরে যা টি-২০ ক্রিকেটের পক্ষে বিপজ্জনক।
এই মাঠেই ভারত-পাকিস্তান ম্যাচ। শোনা গিয়েছিল, ম্যাচটা অন্য কোথাও সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আইসিসি। কিন্তু শেষপর্যন্ত সেটা হয়ে ওঠেনি। তাই এই মহারণের আগে পিচ ঠিক করার চেষ্টা চালাচ্ছে আইসিসি। আইসিসির তরফ থেকে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, ‘পিচে ঘাসের শিরার জন্য অসমান বাউন্স হচ্ছে। এগুলোর কার্যকারিতা কমানোর চেষ্টা করা হচ্ছে। পিচে বেশি করে রোলার চালানো হচ্ছে। তাতে করে উইকেট কিছুটা পাটা হবে।’ আইসিসির কর্তারা মনে করছেন, যে মানের হওয়া উচিত ছিল, সেই মানের না হলেও, এই পিচ বিপজ্জনক নয়।
আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং আইসিসি মেনে নিয়েছে নাসাউয়ের পিচে সমস্যা রয়েছে। বাকি ম্যাচগুলোতে ভালো পিচ উপহার দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে আইসিসি এবং ইউএসএ ক্রিকেট-র বিশ্বমানের মাঠকর্মীরা। শেষমেষ ভারত-পাকিস্তান ম্যাচে নাসাউয়ের পিচ কি চরিত্র নেয় সেটাই দেখার
Leave a Reply