ইউ এন লাইভ নিউজ: বিজেপির সুকান্ত মজুমদার মন্ত্রী হওয়ার পর এবার বঙ্গ বিজেপির সভাপতির পদ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী একজন দুই পদে থাকতে পারেন না সেই কারণেই এখন সুকান্তের গদি কে পাবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর অনুযায়ী, দু’টি নাম বিশেষভাবে উঠে আসছে— দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী। রাজ্যে বিজেপির লোকসভা ভোটে খারাপ ফলাফলের পরও শুভেন্দুর কঠোর পরিশ্রম, কর্মীদের মধ্যে জনপ্রিয়তা এবং তৃণমূলের বিরুদ্ধে উচ্চস্বরে বিরোধিতার কারণে তিনি এগিয়ে রয়েছেন।
নরেন্দ্র মোদী এবং অমিত শাহ পরবর্তী সভাপতি হিসাবে শুভেন্দুকেই বেছে নিতে পারেন বলে দলের একাংশের মত। তবে, তাতে শুভেন্দুকে বিরোধী দলনেতার পদ ছাড়তে হতে পারে। অন্যদিকে, দিলীপ ঘোষকে সভাপতি পদে চেয়ে কর্মীদের মধ্যেও জোরালো আওয়াজ উঠেছে। যদিও বর্ধমান-দুর্গাপুর লোকসভা ভোটে প্রায় দেড় লাখ ভোটে হেরেছেন,তাও অতীতের সাফল্য তাঁকে কিছুটা এগিয়ে রাখছে। বঙ্গ বিজেপির সভাপতির আসনের দৌড়ে নাম আছে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংমাহাতোরও। অন্যদিকে সুকান্ত মজুমদার ইতিমধ্যে দলের শীর্ষ স্তরে জ্যোতির্ময়কে বর্তমান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের পদে বসানোর কথা জানিয়েছেন।
জ্যোতির্ময় কুড়মি সমাজের মানুষ, ফলে ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে কুড়মিদের সমর্থন পেতে তাঁকে সভাপতির পদে আনার বিষয়টি বিবেচনায় রয়েছে।এছাড়াও, মহিলা মুখ হিসাবে লকেট চট্টোপাধ্যায়ের নাম নিয়েও আলোচনা চলছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক এবং হুগলির পরাজিত প্রার্থী লকেটের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক বেশ ভালো। ফলে দলের অন্দরে কোনও সমস্যা হবে না। তাছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা মুখ হিসাবে লকেটকে রাজ্য সভাপতি পদে মনোনীত করা যেতে পারে।
Leave a Reply