ইউ এন লাইভ নিউজ: আইপিএলে তাঁর ব্যাট কথা বলেছিল। ১৫ ম্যাচে মোট ৭৪১ রান করেছিলেন। কিন্তু বিশ্বকাপে এসে বিরাট কোহলি পরপর তিনটি ম্যাচেই ব্যর্থ। সংগ্রহে রান মাত্র ১,৪ এবং ০। বিশ্বকাপে এখনও কোহলির ছন্দে ফেরার অপেক্ষায় তাঁর ভক্তরা।
এমতাবস্থায় তারকার দুঃসময়ে পাশে দাঁড়ালের ৮৩-র বিশ্বকাপ জয়ী ক্রিকেটার সুনীল গাভাস্কার। এর আগে এই দুই ক্রিকেটার একে অপরের বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে শিরোনামে এসেছিলেন। তবে এবারে সুনীল জানিয়েছেন, ”চিন্তিত হওয়ার কিছু নেই। কোহলি ওঁর দায়িত্ব জানেন। পাহাড়প্রমাণ রান করে ভারতকে অতীতে বহুবার গুরুত্বপূরণ ম্যাচ জিতিয়েছেন কোহলি। বিশ্বকাপের তিনটি় ম্যাচে রান না পাওয়ায় গেল গেল রব তোলার কিছুই হয়নি। আমরা সবেমাত্র টুর্নামেন্টের প্রাথমিক পর্বেই রয়েছি। এখনও সুপার এইট আছে, সেমিফাইনাল আছে। আশা রাখি ভারত ফাইনালেও পৌঁছবে। এখন শুধুমাত্র ধৈর্য্য দরকার। নিজের ওপরে বিশ্বাস রাখতে হবে। আমার মনে হয় বিরাটের নিজের ওপরে যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে।”
ক্রিকেটের লিটল মাস্টার সানি আরও বলেন, ”তিনটি ইনিংসে ব্যর্থ হওয়া মানেই খারাপ খেলছে তা নয়। তিনটি ম্যাচে কম রান করেছে মানে এই নয় যে ফর্ম নেই বিরাট কোহলির। কখনও ভালো ডেলিভারিত আউট হয়ে যাচ্ছে। অন্য সময় হলে সেই বল ওয়াইড হতো অথবা স্লিপের ওপর দিয়ে বাউন্ডারি হয়ে যেত। কিন্তু সেটা হয়নি। ফলে এখনই কোহলিকে নিয়ে চিন্তা করার মতো কিছু হয়নি। কোহলির ওপরে আস্থা রাখতে হবে। আশা রাখতে হবে দ্রুতই ফর্ম ফিরে পাবেন কোহলি।”
Leave a Reply