Indian Cricket Team: ক্যারিবিয় দ্বীপপুঞ্জে ফুরফুরে মেজাজে ধরা দিলেন ‘মেন ইন ব্লু’

ইউ এন লাইভ নিউজ: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-এইট পর্বের ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে গিয়েছে ভারতীয় দল। এই রোহিত শর্মাদের প্রথম ম্যাচ ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে। তার আগেই ওয়েস্ট ইন্ডিজের সমুদ্রসৈকতে ধরা দিলেন বিরাট কোহলি, রিঙ্কু সিং-রা।

বৃষ্টির জন্য ফ্লোরিডায় কানাডার বিরুদ্ধে ভারতের ম্যাচ বিঘ্নিত হয় এবং দুই দলকেই এক-এক করে পয়েন্ট দেওয়া হয়। সেখান থেকেই বার্বাডোজে চলে এসেছেন রোহিত-কোহলিরা। সেখানকার সমুদ্রসৈকতে দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের।

সমুদ্রের ধারেই ভারতীয় দলের হোটেল। তার সামনেই রয়েছে সুন্দর সমুদ্রসৈকত। সেখানেই ভলিবল নিয়ে আদুর গায়ে নেমে পড়লেন কোহলি, রিঙ্কু, আর্শদীপরা। ভারতীয় ক্রিকেটারদের রুপোলি বালি গায়ে মেখে বিচ ভলিবল খেলার ভিডিয়ো সমাজমাধ্যমে ভারতীয় দলের ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ভারতীয় দল। জয় ছিনিয়ে এনেছেন পাকিস্তানের বিরুদ্ধেও। স্বভাবতই বেশি চাপ না নিয়ে হালকা মেজাজেই বিশ্বকাপ উপভোগ করতে চাইছেন ভারতীয় ক্রিকেটারেরা।

সুপার-এইট পর্বে ভারতের প্রথম ম্যাচ ব্রিজটাউনে ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে। ভারতীয় সময় রাত ৮টায় শুরু হবে খেলা। ‘হেডস্যার’ রাহুল দ্রাবিড়ের দলের দ্বিতীয় প্রতিপক্ষ বাংলাদেশ। সেই ম্যাচ নর্থ সাউন্ডে ২২ জুন রাত ৮টা-তেই। তৃতীয় ম্যাচ ২৪ জুন গ্রস আইলেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই ম্যাচও শুরু হবে ভারতীয় সময়ানুযায়ী রাত ৮টায়।

About Sukanya Chatterjee

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *