Veena Nagda

Veena Nagda: আম্বানির বিয়েতে মেহেন্দি পরিয়ে কত আয় করলেন বীণা?

ইউ এন লাইভ নিউজ: বলিউডের অতিপরিচিত মুখ তথা তারকাদের প্রিয় মেহেন্দি আর্টিস্ট এমনকি ক্যাটরিনা থেকে দীপিকা প্রত্যেকের বিয়েতেই মেহেন্দি পড়িয়েছেন তিনি, চেনেন তাকে? তিনি হলেন বীণা নাগড়া। শুধু বিয়ে না, বলিউডের অনেক ছবিতেও মেহেন্দি শিল্পী হিসেবে কাজ করেছেন বীণা। স্কুলের গণ্ডি কোনও রকমে পার করলেও উচ্চশিক্ষার জন্য পরিবারের তরফে অনুমতি পাননি। বীনার বড়ো হওয়া মধ্যবিত্ত পরিবারে। স্কুলের পড়াশোনা শেষ করে শাড়ির উপর নকশা বোনার কাজ শিখতে শুরু করেন তিনি। নকশা কাটার পাশাপাশি মেহেন্দির নকশা কাটাও রপ্ত করে ফেলেন। সূত্রের খবর, বীনা এইবার ডাক পেয়েছে স্বয়ং আম্বানি পরিবারের অনুষ্ঠানে।

ক্যারিয়ারের শুরুতে ফিল্মজগতের বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় খান। তাঁর কন্যা ফারাহ খান আলির বিয়ের অনুষ্ঠানে কনের হাতে মেহন্দি পরানো দিয়েই হাতে খড়ি বীণার। তাঁর নকশা প্রশংসা পায় সকলের কাছেই। রাতারাতি বলিমহলে জনপ্রিয়তা পেয়ে যান তিনি। আরও অনেক জনপ্রিয় অভিনেত্রীদের কনেরূপে মেহেন্দি পড়িয়েছেন বীণা। এমনকি নীতা আম্বানির খাস লোকও হয়ে যায় বীণা, আম্বানির সমস্ত ঘরোয়া অনুষ্ঠানে ডাক পড়তে থাকে তাঁর। মুকেশ-কন্যা ইশা অম্বানী থেকে শুরু করে অম্বানীদের পুত্রবধূ শ্লোক মেহতাকেও মেহন্দি পড়িয়েছিলেন বীণা। জুলাই মাসে মুম্বইয়ে গাঁটছড়া বাঁধতে চলেছেন মুকেশ-পুত্র অনন্ত অম্বানী এবং তাঁর দীর্ঘকালীন প্রেমিকা রাধিকা মার্চেন্ট।

বলিউড সূত্রে খবর, জামনগরে আয়োজিত অনন্ত-রাধিকার প্রাক্-বিবাহ অনুষ্ঠানে রাধিকার পাশাপাশি অনন্তের হাতেও মেহন্দি পরিয়েছেন বীণা। সেই অনুষ্ঠানে উপস্থিত অনেক তারকাদেরও মেহেন্দি পড়িয়েছিলেন তিনি, সেই ছবি সমাজমাধ্যমে পোস্টও করেছিলেন। ২০২১ সালে দেওয়া এক সাক্ষাৎকারে বীণা তাঁর পারিশ্রমিক নিয়ে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘‘সাধারণত আমি বিয়ের অনুষ্ঠানে কনেকে মেহন্দি পরানোর জন্য তিন হাজার থেকে সাত হাজার টাকা নিই। এই টাকায় হাতে এবং পায়ে মেহন্দি পরিয়ে দিই আমি।’’ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাতে মেহন্দি পরানোর জন্য আলাদা ভাবে পারিশ্রমিক নেন বীণা। দু’হাতে সামান্য পরিমাণ নকশা করতে ১০০ টাকা থেকে ১৫০ টাকা পারিশ্রমিক নেন তিনি।

তিনি আরও জানান, ‘‘তারকাদের বিয়ে হলে আমি কোনও পারিশ্রমিক চাই না। তাঁরা আমায় যা দেন, আমি তা-ই নিই। তবে আমি যা আশা করে থাকি, তার থেকে অনেক গুণ বেশি পারিশ্রমিক পাই।’’ বিয়ে থেকে বলিউড মুভি ছাড়াও সোনমের মা সুনীতা কপূরের বাড়িতে করবা চৌথের অনুষ্ঠানের সময়ও ডাক পরে বীণার। ‘কভি খুশি কভি গম’, ‘কল হো না হো’, ‘হম তুম’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘ড্রিম গার্ল ২’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মতো হিন্দি ছবিতে মেহন্দি শিল্পী হিসাবে কাজ করেছেন বীণা।

সমাজমাধ্যমে বেশিরভাগ সময় নিজের কাজের ছবি ছাড়াও বলিউড তারকাদের সঙ্গে ছবি শেয়ার করেন বীণা। সমাজমাধ্যমেও তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে বীণার অনুগামী সংখ্যা ৯৩ হাজার ছাড়িয়ে গেছে। কানাঘুষো খবর যে বীণা এইবার রাধিকা মার্চেন্ট কেও মেহেন্দি পড়াবেন যার পারিশ্রমিক হাজারে নয় লাখে পাবেন তিনি। এখনও পর্যন্ত কোনও বক্তব্য রাখেননি বীনা তবে তাঁর বিশাল পারিশ্রমিক নিয়ে ইতিমধ্যে ইন্টারনেটে শোরগোল পড়ে গিয়েছে।