ইউ এন লাইভ নিউজ: লোকসভা নির্বাচন মিটলেও রাজ্যে এখন পর্যন্ত রয়েছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলে রয়েছে তারা। আর তাতে খোলা যাচ্ছে না বেশ কয়েকটি স্কুল। এই মর্মে কলকাতা হাইকোর্টে বিচারপতি হরিশ টন্ডনের বেঞ্চে দায়ের হয় জনস্বার্থ মামলা। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি।
মঙ্গলবার মামলা চলাকালীন সময় কলকাতা হাইকোর্টের বিচাপতি হরিশ টন্ডনের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ‘শিক্ষা সবার আগে। তাই কেন্দ্রীয় বাহিনীর জন্য অন্যত্র জায়গা করতে হবে। আর তা না হলে বাহিনীর জন্য যে ব্যারাক আছে সেখানে স্থানান্তরিত করা হোক।’ অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে আইনজীবী কুমারজ্যোতি তিওয়ারি জানান, রাজ্যে বর্তমানে মোট ১২৫টি স্কুল ও ১০৭টি কলেজে কেন্দ্রীয় বাহিনীকে রাখা হয়েছে। কারণ, প্রত্যন্ত অঞ্চলে স্কুল ছাড়া বিকল্প জায়গার সন্ধান পাওয়া মুশকিল। তবে কেন্দ্রের আইনজীবীর কথায় কর্ণপাত করল না কলকাতা হাইকোর্ট।
উল্লেখ্য, বাংলায় যাতে ভোট পরবর্তী হিংসা না হয় সেইজন্য কেন্দ্রের তরফে বাহিনী মোতায়েন করা হয়েছে। এই নিয়ে কলকাতা হাইকোর্ট এদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যেখানে ভোট পরবর্তী হিংসা নেই সেখান থেকে বাহিনী প্রত্যাহার করা যেতেই পারে। তবে এদিনের হাইকোর্টে এই বক্তব্যের পর কেন্দ্র বাহিনী নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন মূল দেখার বিষয়।
Leave a Reply