ইউ এন লাইভ নিউজ: কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রক্রিয়া নিয়ে একের পর এক অভিযোগ ওঠে শিক্ষা মন্ত্রকের বিরুদ্ধে। শিক্ষা ব্যবস্থা নিয়ে পশ্চিমবঙ্গে বিতর্ক সর্বদা তুঙ্গে। এবার থেকেই অনলাইনের মাধ্যমেই কলেজে ভর্তি। দীর্ঘ কয়েক বছর ধরে এই বিষয়ে আলোচনা চলছিল। অবশেষে বাস্তবের মুখ দেখল অনলাইনে ভর্তি প্রক্রিয়া। বুধবার সেই ‘সেন্ট্রালাইজ অনলাইন পোর্টালে’র উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
একাধিক কলেজে আবেদন করা যাবে এই অনলাইন মাধ্যমে। গত কয়েকদিন আগেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ পেয়েছে। ছাত্রছাত্রীরা নয়া পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত ১৬ টি বিশ্ববিদ্যালয় ও ৪৬১ টি কলেজে আবেদন করতে পারবেন। আবেদন এর জন্য কোনও টাকা লাগবে না। শুধু তাই নয়, যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ একজন আবেদনকারী প্রার্থী সর্বোচ্চ ২৫ টি বিষয়ে আবেদন করতে পারবে। একই সঙ্গে একাধিক কলেজে আবেদন করতে পারবে ছাত্রছাত্রীরা।
অনলাইন পোর্টালে মেধাতালিকাও দেখা যাবে। আবেদন সীমা পাড় হয়ে গেলে অনলাইন পোর্টালে মেধাতালিকা দেখতে পারবে ছাত্রছাত্রীরা। আগামী ৭ জুলাই প্রথম ফেজের আবেদনের শেষ তারিখ। শারীরিক বা ম্যানুয়ালি ভর্তি হওয়ায় প্রয়োজন নেই বলেই জানান শিক্ষা মন্ত্রী। সিট ফাঁকা থাকলে আপগ্রেডশন করতে পারা যাবে এমনটাই জানা গিয়েছে। শুধু তাই নয়, প্রথমে একটি কোর্সে ভর্তি হয়ে যাবার পর সে ওই কোর্সটি ছেড়ে নতুন কোর্সে ভর্তি হয় সেক্ষেত্রে পূর্বের কোর্সটির তুলনায় পরের কোর্স এ কম টাকা লাগে তাহলে সেই টাকাটি সেই পড়ুয়ার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এক্ষেত্রে আলাদা ভাবে আবেদনের প্রয়োজন হবে না।
প্রেসিডেন্সি, যাদবপুর বিশ্ববিদ্যালয় এর আওতায় পরে না। অন্যদিকে ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য হেল্পলাইন নম্বর এবং ই-মেল চালু করা হয়েছে। পাশাপাশি এই https://egiyebangla.gov.in/ – এই লিঙ্কে ক্লিক করেও এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। মাথায় রাখতে হবে প্রেসিডেন্সি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী কিছু কোর্স বিএড কলেজ, ল কলেজ,স্বয়ংশাসিত বিশ্ববিদ্যালয় এই পোর্টাল এর বাইরে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন,’কলেজে ভর্তি নিয়ে কিছু অস্বচ্ছতার অভিযোগ আসছিলো। সবদিক ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই পোর্টাল স্বচ্ছ, সহজ এবং সাবলীলও করা হয়েছে শিক্ষার্থীদের ব্যবহারযোগ্য করে তোলার জন্য।’
Leave a Reply