ইউ এন লাইভ নিউজ: সকলের মত নিয়ে সরকার পরিচালনা করবেন বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সাথে এও বললেন যে তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়ে তার দায়িত্ব আরও তিনগুন বেড়ে গেছে। অষ্টাদশ লোকসভা শুরু হতে চলেছে সোমবার, প্রথম অধিবেশন শুরু হবে সকাল ১১ টায় ৷ অধিবেশনের আগে, মোদি দিল্লি থেকে ভাষণ দিলেন, এবং তিনি জানালেন অধিবেশনের কাজ নতুন আস্থা এবং উত্সাহের সাথে শুরু হবে, সকলের সহমতের ভিত্তিতেই কাজ করবে তাঁর সরকার।
এই লোকসভা নির্বাচনে বিজেপি সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তাদের জোট ২৯২ টি আসন লাভ করলেও বিজেপি একক ভাবে মাত্র ২৪০ টি আসন জিতেছে। উপরন্তু, কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট, “ইন্ডিয়া” ২৩৩ টি আসন পেয়েছে। সোমবার,প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাবের তত্ত্বাবধানে মোদি তার মন্ত্রিসভার সদস্যদের সাথে লোকসভায় সাংসদ হিসাবে শপথ নেন। মহতাব সকালে রাষ্ট্রপতি ভবনে প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিয়েছিলেন। সাংসদ সদস্যদের শপথ গ্রহণ চলবে মঙ্গলবার পর্যন্ত। ২ বা ৩ জুলাই লোকসভা বিতর্কে মোদী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
অধিবেশনের আগে তার বক্তৃতায়, ইন্দিরা গান্ধীর আমলের কংগ্রেস সরকারেরও সমালোচনা করে মোদি বলেন, ‘‘৫০ বছর আগে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সেটা দেশের অন্ধকার অধ্যায়। গণতন্ত্রের উপর কালো দাগ। আর কখনও সেই আঁধার নেমে আসবে না এই দেশে।’’ বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘এখনও পর্যন্ত বিরোধীরা আমাকে হতাশ করেছে। তবে আশা করছি, সংসদে তারা সুষ্ঠু ভাবে তাদের দায়িত্ব পালন করবে। মানুষ স্লোগান নয়, কাজ চায়।’’
মোদির বক্তৃতার পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে লোকসভার প্রথম অধিবেশন শুরু হয়। প্রোটেম স্পিকার মোদীকে লোকসভার নেতা হিসাবে ঘোষণা করেন এবং তিনি ওয়েনাড়ের সাংসদ পদ থেকে রাহুল গান্ধীর পদত্যাগও গ্রহণ করেন।