Amartya Sen

Amartya Sen: অমর্ত্য সেনের মতে ভারত হিন্দু রাষ্ট্র নয়, ভারতকে হিন্দু রাষ্ট্র করার চেষ্টা করছে বিজেপি

ইউ এন লাইভ নিউজ: দীর্ঘদিন পরে কলকাতায় এলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি বিজেপি সরকারকে নিশানা করেন। তিনি বলেন, লোকসভা নির্বাচনের ফল ইঙ্গিত করেছে ভারত হিন্দু রাষ্ট্র নয়। তিনি বলেছেন, ভারতের রাজনৈতিক ভাবে উদারচেতা হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ সংবিধান অনুসারে ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। সংবাদ সংস্থা পিটিআই-এ প্রকাশিত খবর অনুযায়ী, অমর্ত্য সেন ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার ধারণাকে উপযুক্ত বলে মনে করেন না। অন্য দিকে তিনি আরও জানান, ভারত যে হিন্দু রাষ্ট্র নয়, তা শুধুমাত্র নির্বাচনের ফলাফলেই প্রতিফলিত হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সংসদের ৫৪৩ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২৪০ টি আসন। যা লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার ২৭২-এর থেকে অনেকটাই কম। আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২৯৩ টি আসন পেয়েছে। সরকার গঠন করতে বিজেপিকে চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারের ওপরে নির্ভর করতে হয়েছে। অন্যদিকে কংগ্রেস পেয়েছে ৯৯ টি আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক পেয়েছে ২৩৪ টি আসন।

বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে নব্বই বছর বয়সী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, বেশ কয়েকজন নেতাকে বিনা বিচারে কারাগারে পাঠানোর ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বিনা বিচারে জেলে পাঠানো বন্ধ হওয়া দরকার। তিনি আরও বলেছেন, প্রত্যেক নির্বাচনের পরে একটি পরিবর্তনের আশা করে সবাই। কিন্তু বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সময় বিনা বিচারে লোকেদের জেলে বন্দী করা এবং ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান তৈরি করা অব্যাহত রয়েছে। যা বন্ধ করতে হবে। দেশের নতুন মন্ত্রিসভাকে আগের কপি বলেও কটাক্ষ করেছেন তিনি। কারণ, মন্ত্রীদের মন্ত্রক একই রয়েছে। সামান্য বদল হলেও, রাজনৈতিকভাবে শক্তিশালীরা এখনও শক্তিশালী রয়েছেন বলেও জানান তিনি।

অন্যদিকে, অমর্ত্য সেন কংগ্রেসকে উদ্দেশ্য করে স্মরণ করে বলেন, তাঁর শৈশবে যখন ভারত ব্রিটিশ শাসনে ছিল, সেই সময় মানুষকে বিনা বিচারে জেলে পাঠানো হতো। তিনি বলেছেন, যখন ছোট ছিলেন, সেই সময় পরিবারের অনেককেই জেলে পাঠানো হয়েছিল। তাঁরা আশা করেছিলেন স্বাধীন ভারত এর থেকে মুক্ত হবে। এটা না বন্ধ হওয়ার জন্য কংগ্রেসও দায়ী বলেও মন্তব্য করেন তিনি। তারা এটা যেমন পরিবর্তন করেনি, আর বর্তমান সরকারের সময়ে এটা আরও বেশি হচ্ছে। তাছাড়া অমর্ত্য সেন আরও বলেছেন, বিজেপি রাম মন্দির তৈরির পরেও ফৈজাবাদ আসনটি হারিয়েছে, কারণ তারা দেশের আসল পরিচয়কে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখানোর জন্য এত খরচ করে রাম মন্দির তৈরি করা হলেও তা বিফল হয়েছে ভোট প্রাপ্তির ক্ষেত্রে। এই দেশ হওয়া উচিত, মহাত্মী গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ কিন্তু তা হয়নি। এই চেষ্টা ভারতের প্রকৃত পরিচয়কে উপেক্ষা করার চেষ্টা। যার পরিবর্তন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অমর্ত্য সেন।