Hemant Soren

Hemant Soren: জামিন পেলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, শুভেচ্ছা বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর তরফে

ইউ এন লাইভ নিউজ: ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিন। শুক্রবার ঝাড়খণ্ড হাইকোর্টে হেমন্ত সোরেনের জামিন মঞ্জুর করা হল। জমি কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল হেমন্ত সোরেনকে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জামিন পাওয়ায় শুভেচ্ছাবার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। টুইটবার্তায় হেমন্ত সোরেনকে ফের সক্রিয় রাজনীতির আঙ্গিনায় ফিরে আসার আহ্বান জানালেন মমতা।

এদিন টুইটবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানান, ‘একটি মামলার কারণে আদিবাসী নেতা হেমন্ত সোরেনকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়। কিন্তু শুক্রবার হাইকোর্ট থেকে জামিন পান তিনি।’ একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, হেমন্ত সোরেন জামিন পাওয়ায় খুব ভালো লাগছে তাঁর। আশা করবেন, উনি যেন আবার সক্রিয় রাজনীতিতে ফিরে আসেন।

প্রসঙ্গত উল্লেখ্য, এবারে লোকসভা ভোটের আগে জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। গত ২০ জানুয়ারি জমি কেলেঙ্কারি মামলায় ৪৮ বছর বয়সী হেমন্ত সোরেনকে টানা সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর। এরপরেই গত ২৭ জানুয়ারি ইডি হেমন্ত সোরেনকে নতুন করে চিঠি পাঠিয়ে আগামী সপ্তাহে ফের আর্থিক তছরুপ মামলার তদন্তে যোগ দিতে বলা হয়েছিল। নয়বার ইডির সমন এড়িয়ে যাওয়া হেমন্ত সোরেনকে ২৯ জানুয়ারি বা ৩১ জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য সময় নিশ্চিত করতে বলা হয়েছিল। সেই কারণেই ২৯ জানুয়ারি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়িতে হাজির হন ইডির আধিকারিকরা। শেষ পর্যন্ত ৩১ জানুয়ারি গ্রেফতার করা হয় হেমন্তকে।