ইউ এন লাইভ নিউজ: চোপড়ার ঘটনা নিয়ে রীতিমতো উত্যক্ত রাজ্য রাজনীতি। সোমবার সংসদেও চোপড়ার ঘটনার আঁচ গিয়ে পড়ল সাংসদদের মন্তব্যে। মমতা বন্দোপাধ্যায় ও তৃণমূল সাংসদদের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। অন্যদিকে এই ঘটনা নিয়ে রীতিমতো আক্রমণাত্মক বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে প্রশ্ন তুলেছেন হিমাচল প্রদেশের মান্ডির সাংসদ। শুধু তাই নয়, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছেও এই বিষয়ে উত্তর চেয়েছেন কঙ্গনা। বাংলায় যা হয়েছে, তার অনুমতি কি সংবিধান দেয়? সওয়াল তুলেছেন বিজেপি সাংসদ।
সোমবার লোকসভা ভবনের বাইরে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন কঙ্গনা। পশ্চিমবঙ্গের চোপড়ার ঘটনা নিয়ে রীতিমতো আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। মমতা বন্দোপাধ্যায়, রাহুল গান্ধী সহ ইন্ডিয়া জোটকে কাঠগড়ায় তুলেছেন নবনির্বাচিত বিজেপি সাংসদ।চোপড়ায় এক তরুণীকে খোলা রাস্তায় বেধড়ক মারধর করা হয়েছে। বাঁশের একাধিক কঞ্চি দিয়ে এক তৃণমূল নেতা তাকে বেধড়ক মারছে বলে অভগিজগি বিরোধীদের। গোল হয়ে তাদের ঘিরে রেখেছে সাধারণ মানুষ। পৈশাচিক এই ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ইউ এন লাইভ নিউজ। কিন্তু রাজনৈতিক কাঠগড়ায় দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি রীতিমতো ময়দানে নেমে পড়েছে এই ঘটনাকে সামনে রেখে।
এই প্রসঙ্গেই কঙ্গনা রানাওয়াত সোমবার লোকসভা ভবনের বাইরে আক্রমণাত্মক বক্তব্য রাখেন। ‘বিরোধীরা সংবিধান নিয়ে সংসদ চত্বরে কী নাটক করেছেন। বাংলায় যা হয়েছে, তার অনুমতি কি সংবিধান দেয়? যেভাবে ‘অবৈধ’ সম্পর্কের অভিযোগে শরিয়ত আইন বলবৎ করা হয়েছে। তা সংবিধানে কোথাও বলা হয়েছে?’ এই ধরণের নানা প্রশ্ন তুলেছেন কঙ্গনা। বিজেপি সাংসদ আরও বলেন, “আমি মমতা বন্দোপাধ্যায় সহ ‘ইন্ডিয়া’র সব সতীর্থদের কাছে উত্তর জানতে চাইব। রাহুল গান্ধীকেও এর জবাব দিতে হবে। গোটা দেশে এই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে।” বিজেপি নেতারা চোপড়া কাণ্ডে তৃণমূলকে নিশানা করেছে। জেপি নাড্ডা এই বিষয়ে জোর সওয়ালও করেছেন। পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সুরক্ষিত নয় বলে ধিক্কারও জানিয়েছেন তিনি।
Leave a Reply