Kolkata Shootout

Kolkata News: ফের খাস কলকাতায় চলল গুলি, বহুতলে ঢুকে ডাকাতির চেষ্টা

ইউ এন লাইভ নিউজ: ফের খাস কলকাতায় উঠলো গুলো চালানোর অভিযোগ। টালিগঞ্জের লেক অ্যাভিনিউয়ের একটি বহুতল বাড়িতে ঢুকে লুঠপাটের চেষ্টা করে দুষ্কৃতীরা। ফ্ল্যাটের বাসিন্দাদের চিৎকারে পালিয়ে যায় ডাকাতদের দল। ঘটনাস্থল থেকে পালানোর সময় শূন্যে এক রাউন্ড গুলি চালায় সেই ডাকাতরা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অন্যদিকে ফের একবার মহানগরী তিলোত্তমার আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে বলে জানা যায়।

বাসিন্দাদের তরফে জানা গিয়েছে, টালিগঞ্জের ৬৮ নম্বর লেক অ্যাভিনিউয়ের একটি বহুতলের নয় তলায় থাকেন প্রবীণ দে দম্পতি। স্ত্রী পুণম দে-কে নিয়ে থাকেন দেবাশিস দে। বৃদ্ধ দেবাশিস দে পেশায় ব্যবসায়ী বলে জানা গিয়েছে। ওই বহুতলে গত কয়েক বছর ধরে সাফাই কর্মী হিসেবে কাজ করতেন সঞ্জয় নামে এক ব্যক্তি। ওই ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে। দেবাশিস বাবুর অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় দেবাশিস দের ফ্ল্যাটে সঞ্জয় তার সঙ্গে আরও দু’জনকে নিয়ে ঢুকেছিল।

দেবাশিস দের ফ্ল্যাটের সামনে গিয়ে কলিং বেল বাজায় সঞ্জয়। সঞ্জয় পরিচিত হওয়ায় ফ্ল্যাটের দরজা খুলে দিয়েছিলেন দেবাশিস দে। ঘরে ঢুকে লুঠপাটের চেষ্টা করে সঞ্জয়-সহ বাকিরা। প্রবল আতঙ্কে তীব্র চিৎকার শুরু করে দেন দেবাশিস দে ও তাঁর স্ত্রী পুণম। দেবাশিসবাবুদের প্রচন্ড চিৎকার শুনে ফ্ল্যাটের কয়েকজন বাসিন্দা দৌড়ে আসেন। পরিস্থিতি বেগতিক বুঝে সঞ্জয় সহ মোট তিনজন সেখান থেকে পালিয়ে যায়। পালানোর পথে শূন্যে এক রাউন্ড গুলি চালায় তারা। এই ঘটনার পরেই দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। দুষ্কৃতীদের ধরতে কলকাতার বিভিন্ন প্রান্তে চলে চিরুনি তল্লাশি। প্রচন্ড তৎপরতায় লালবাজারের গুন্ডাদমন শাখার অফিসাররা বৃহস্পতিবার রাতেই তিনজনকে গ্রেফতার করেছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে টালিগঞ্জের ওই বহুতলে।