Kolkata Rain

Weather Report: একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে

ইউ এন লাইভ নিউজ: বৃষ্টির কারণে নাজেহাল হয়ে পড়েছে উত্তরবঙ্গ আর ঠিক তার উল্টো দৃশ্য ভেসে উঠছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির লাল সতর্কতা জারি করলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনও আকাশের মুখভার, বৃষ্টি না পড়ারই সংকল্প নিয়েছে। বর্ষাকালের সেই প্রবল বৃষ্টির একটানা ভয়াল রূপ এবার এখনও দেখেনি দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে বর্ষার বাকি সময়টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সেই অভাব পূরণ হতেও পারে। রথযাত্রার সময় দক্ষিণবঙ্গে চলে বর্ষাকাল। ৭ জুন অর্থাৎ রবিবার রথযাত্রা কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষার নাম গন্ধ নেই।

শনিবারও একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামিকাল রবিবার রথযাত্রা। রথযাত্রার দিনে রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এবং নদিয়া জেলায়।

শনিবার সকাল থেকে শহর কলকাতার আকাশ মেঘলা। এদিন তিলোত্তমা মহানগরীতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতা শহরে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শনিবার বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। বর্ষার মরশুমের শুরু থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালো বৃষ্টি হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। তবে আগামী সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।