ইউ এন লাইভ নিউজ: আড়িয়াদহ কাণ্ডে জড়িত তৃণমূল ঘনিষ্ঠ জয়ন্ত সিংয়ের আরওএকটি ভিডিও ভাইরাল হল। এই ভাইরাল ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পরে গিয়েছে। জয়ন্ত সিং কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ঘনিষ্ঠ বলে পরিচিত। এই জয়ন্ত সিং-এর সেই ভাইরাল ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।
ভিডিওতে দেখা গিয়েছে, এক তরুণীকে একটি ঘরের মধ্যে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে। তরুণী যন্ত্রণায় কাতরাচ্ছেন এবং সাহায্যের জন্য আর্তনাদ করছেন। ভিডিওতে লাঠি হাতে মারতে দেখা গিয়েছে জয়ন্ত সিং-কে। সুকান্ত-অমিতদের দাবি, কামারহাটির তালতলা ক্লাবে ওই তরুণীকে মারধর করছেন জয়ন্ত এবং তাঁর দলবল। ভিডিও টুইটারে পোস্ট করে তাঁরা লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের শাসনে মহিলাদের অধিকার ক্ষুন্ন হচ্ছে। অবিলম্বে এই ঘটনার তদন্ত এবং বিচার চাই।’ কিছুদিন আগেই কামারহাটি এলাকার আড়িয়াদহে এক কলেজ পড়ুয়া এবং তাঁর মাকে গণপিটুনিতে অভিযুক্ত হন জয়ন্ত সিং। পরে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। যদিও পুলিশের দাবি, তাঁকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায় তৃণমূল নেতা তাজিমুল ওরফে জেসিবিকে সালিশি সভায় এক যুগলকে মারধরের ঘটনা শিরোনামে আসে। ঘটনার জেরে রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। বিজেপি-সহ বিরোধী দলগুলি শাসকদলের বিরুদ্ধে সোচ্চার হয়। ঘটনা নিয়ে সংসদেও সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কামারহাটির বিধায়ক মদন মিত্র ঘনিষ্ঠ জয়ন্ত সিংয়ের ভিডিও ঘিরে রাজনীতির উত্তাপ বাড়ছে।
Leave a Reply