ইউ এন লাইভ নিউজ: একটানা ভারী বৃষ্টিতে এখনও ডুবজলে অর্থনৈতিক রাজধানী মুম্বই। আরব সাগরের তীরবর্তী অঞ্চলগুলি সোমবার থেকে টানা বৃষ্টির জেরে হাঁটু সমান বা কোমর সমান জলের তলায়। তবে মঙ্গলবারও এই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি উপরন্তু মৌসম ভবন মঙ্গলবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির চরম সতর্কতা জারি করেছে। মুম্বইয়ের বেশ কিছু জায়গায় মঙ্গলবার সকাল সাতটা পর্যন্ত ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে যার ফলে নিচু জায়গা গুলো জলের তলায় চলে গিয়েছে।
মঙ্গলবারও ভারী বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে মুম্বই, ঠাণে, নবি মুম্বই, রত্নগিরি, রায়গড়, সাতারা, পুণে এবং সিন্ধুদুর্গ জেলার একাধিক প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল বন্ধ রাখা হয়েছে। বৃষ্টির কারণে মুম্বই বিমানবন্দর থেকে বিমান ওঠা নামাও চলছে মন্থর গতিতে। বিমানবন্দর সূত্রে খবর, প্রায় এক ঘন্টা বিমান পরিষেবা বন্ধ রাখার পরেও পরিস্থিতি এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি। এছাড়াও সেন্ট্রাল রেলওয়ের অন্তর্গত রেললাইনের একাংশ এখনও জলের তলায় ক্ষমতাসম্পন্ন পাম্প চালিয়েও জল পুরোপুরি বের করা যায়নি। ফলত রোজকার যাত্রীদের পড়তে হচ্ছে ভোগান্তির মুখে এবং মুম্বই ঢোকার আগে আটকে রয়েছে বেশ কিছু ট্রেন। সকাল ১১টা পর্যন্ত ৫০টিরও বেশি বিমান বাতিল করা হয়েছে। এই ৫০টি বিমানের মধ্যে ৪২টি ইন্ডিগোর বিমান আর ৬টি এয়ার ইন্ডিয়ার। বাতিল করা হয়েছে মুম্বই বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষাও।
Leave a Reply