India vs. Pakistan

Champions Trophy 2025: ২০২৫-এর চ্যাম্পিয়ন ট্রফি খেলবে না ভারত, পাকিস্তান বিকল্পের পরামর্শ বিসিসিআই-এর

ইউ এন লাইভ নিউজ: অবশেষে আপডেট দেওয়া হল বিসিসিআইয়ের পক্ষ থেকে। ২০২৫-এ আয়োজিত চ্যাম্পিয়ন ট্রফি খেলবে না ভারত। ২০২৫-এ পাকিস্তানে আয়োজিত হবে চ্যাম্পিয়ন ট্রফি। এই চ্যাম্পিয়ন ট্রফি প্রতিবেশী দেশ খেলতে যাবে কি না তা নিয়ে সন্দেহ ছিল। পাকিস্তান এই চ্যাম্পিয়ন ট্রফির সময় সূচি ঘোষণা করলেও ভারতের দিক থেকে কোনো সম্মতিজনক প্রস্তাব আসেনি বলে জানানো হয়। অবশেষে বিসিসিআই তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে এবং তাতে প্রতিক্রিয়াও দিয়েছে পাকিস্তান।

সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে এক বোর্ড কর্তা জানান, ভারত ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাবে না। উপরন্তু বিসিসিআই, আইসিসি-কে শ্রীলঙ্কা বা দুবাইতে এই ম্যাচ গুলির আয়োজন করার পরামর্শ দেবে বলে জানিয়েছে। যার অর্থ, BCCI চাইছে এশিয়া কাপের মতো, চ্যাম্পিয়ন্স ট্রফিও হোক হাইব্রিড মডেলে। ২০২৩ সালের এশিয়া কাপ আয়োজিত হয়েছিল হাইব্রিড মডেলে। সেই সময় পাকিস্তান ও শ্রীলঙ্কায় হয়েছিল গোটা টুর্নামেন্ট। ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজিত হয়েছিল। এক্ষেত্রে ভারত চাইছে একই ফর্ম্যাটে হোক চ্যাম্পিয়ন্স ট্রফি। সেক্ষেত্রে ভারত পাকিস্তান যাবে না খেলবে, বরং তারা তৃতীয় ভেন্যুতে খেলবে। ভারতের সঙ্গে যেই দলের ম্যাচ রয়েছে তারা সেই দেশে যাবে খেলতে।

প্রসঙ্গত উল্লেখ্য, মনে করা হচ্ছে এশিয়া কাপের মতো দুবাই-এর বদলে শ্রীলঙ্কাতে হতে পারে এই চ্যাম্পিয়ন ট্রফি। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসিই নেবে। এখনও তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সূচি অনুযায়ী, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্যাচে খেলতে নামবে পাকিস্তান ও নিউ জিল্যান্ড। করাচিতে হবে প্রথম ম্যাচ। আর পাকিস্তানকে রাখা হয়েছে ভারতের গ্রুপে। গ্রুপ A-তে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউ জিল্যান্ড।