ইউ এন লাইভ নিউজ: অলিম্পিক ২০২৪-এ ভারতের পদকের খাতা খুলেছিল মনু ভাকের। প্যারিস অলিম্পিক্সে একাধিক পদকের লড়াইয়ে লড়়লেও ভারতের ঝুলিতে এসেছে মাত্র একটা পদক। মানু ভাকের মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে শুটিংয়ে ব্রোঞ্জ জিতেছে। পদকের কাছে গিয়ে ফিরে আসতে হয়েছে দু’জন অ্যাথলিটকে। এবার প্যারিস অলিম্পিক্সের চতুর্থ দিনে ফের পদক জয়ের সুযোগ ভারতের সামনে। আর এবার সেই মানু ভাকের।
১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড টিম ইভেন্টে সরবজোত সিংকে নিয়ে আরও একটা পদক উপহার দিলেন মনু ভাকের। ভারত অনেকটা এগিয়ে গেলেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে কোরিয়া। ম্যাচ পয়েন্ট থেকে ভারতের অপেক্ষা বাড়ে। কিন্তু স্নায়ুর চাপ সামলে রাখেন ভারতীয় শুটাররা। প্যারিসে ভারতের দ্বিতীয় পদক। সেটিও শুটিংয়ের সৌজন্যেই। মনু ভাকের যেন ইতিহাসের ইতিহাস গড়লেন। ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে অলিম্পিক পদক জয়ের ইতিহাস গড়েছিলেন, এ বার দ্বিতীয় পদক তাঁর ঝুলিতে। ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিকের এক সংস্করণে জোড়া পদকেরও রেকর্ড মনুর।
প্রথ্থম শোতে শুরুটা খারাপ করে ভারত। সরবজোত ৮.৬, মনু ১০.২। ভারত ১৮.৮। কোরিয়া প্রথম শটে এগিয়ে ছিল। পরের শটেও কোরিয়ার দুই প্রতিদ্বন্দ্বীদের দুর্দান্ত নিশানা। তবে ঘুরে দাঁড়ায় ভারত। ৬-২ এগিয়ে যায় ভারত। মনুর মনসংযোগ দুর্দান্ত। ৮-২ ব্যবধানে এগিয়ে যায় ভারত। প্রথম শটের ভুল থেকে ঘুরে দাঁড়ান সরবজোতও। ব্রেকে ৮-২ এগিয়ে ভারত। বিরতির পর কোরিয়ান প্রতিপক্ষ ১০.৮ মারেন, সরবজোত ১০.২। ফলে স্কোর লাইন ৮-৪ হয়ে যায়। এ বার মনুর পালা। মনুর সৌজন্যে ফের লিড নেয় ভারত। সাত রাউন্ডের পর ১০-৪ ব্যবধানে এগিয়ে যায়। তবে ও ইয়ে শিন ভারতের সরবজোতের বিরুদ্ধে আরও একটা সিরিজ জিতে ১০-৮ করে কোরিয়া।
৯ নম্বর সিরিজে ও ইয়ে শিন এবং মনু ভাকের। ১০.৫ এবং ১০ মেরে ফের ভারতকে ১২-৬ লিড দেন মনু। আর দুটো রাউন্ড বাকি। ১০ নম্বর সিরিজে লি এবং মনুর লড়াই। কোরিয়ান প্রতিপক্ষ দুই শটে ১৯.৪ মারেন, মনু ২০.৮। আরও একটি সিরিজ জিতে ভারত ১৪-৬ এগিয়ে যায়। আর একটা সিরিজ জিতলেই ভারতের ব্রোঞ্জ। ম্যাচ পয়েন্টে দাঁড়িয়ে ভারত। ও ইয়ে শিন বনাম সরবজোত। দুই শটের সিরিজে ও ইয়ে শিন ১৯.৮ মারেন। সরবজোত ১৯.৩। ফলে স্কোর দাঁড়ায় ভারতের ১৪-৮। ভারতের পদকের অপেক্ষা বাড়ান ও ইয়ে শিন। পরের সিরিজে ও ইয়ে শিন ১০.২ ও মনু ১০.৬ মারেন। তারপরও ১৪-১০ হয়ে দাঁড়ায় স্কোর লাইন। পরপর দুটি সিরিজ জিতে ভারতের চাপ বাড়ায় কোরিয়া। শেষ হাসি ভারতের। পরবর্তী সিরিজে সরবজোত পদক নিশ্চিত করেন।
Leave a Reply