Buddhadeb Bhattacharya

Buddhadeb Bhattacharya: শোকের ছায়া রাষ্ট্র রাজনীতিতেও, দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

ইউ এন লাইভ নিউজ: বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত সকলেই বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদি তার পোস্টে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে আমি গভীর শোকাহত। উনি এক একনিষ্ঠ, অদম্য রাজনীতিক ছিলেন। ওনার পরিবার ও সমর্থকদের প্রতি আমার সমবেদনা ও শোক জানাই।’ মল্লিকার্জুন লিখেছেন, ‘তিনি পাঁচ দশকেরও বেশি সময় ধরে তাঁর রাজনৈতিক জীবনে মানুষের হয়ে কাজ করে গিয়েছেন। তাঁর পরিবার ও কমরেডদের প্রতি আমাদের সমবেদনা জানাই।’

ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক লিখেছেন, জনজীবনে তিনি অতি সাধারণ মানুষ হিসেবে প্রতিফলিত হয়েছেন। তাঁকে মনে রাখতে হবে তাঁর কল্যাণমূলক কাজে এবং দেশ গঠনে তাঁর ভূমিকায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর শোকবার্তায় লিখেছেন, প্রবীণ এই নেতা আদর্শবাদী রাজনীতির এক প্রতিভূ। আত্মসম্মানবোধের এক প্রতীক। পশ্চিমবঙ্গের মানুষের জন্য তাঁর কল্যাণমূলক কাজের জন্য তিনি দীর্ঘদিন স্মরণে থাকবেন। অন্যদিকে, রাজ্যের বিভিন্ন নেতা-কর্মীদেরও মুখ শোকাচ্ছন্ন। তৃণমূলের কুণাল ঘোষ থেকে বিজেপির সুকান্ত মজুমদার পর্যন্ত প্রত্যেকেই বুদ্ধবাবুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং তাদের পরিবারের মঙ্গল কামনা করেছেন।