ইউ এন লাইভ নিউজ: আরজি করে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুন নিয়ে উত্তপ্ত হয়ে আছে সারা রাজ্য। শুধু রাজ্যই নয় আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে উত্তাল সমস্ত দেশ। কেউ সোশ্যাল মিডিয়ায় কেউ আবার পথে নেমেছেন প্রতিবাদে। সামিল হয়েছেন তারকারাও। তবে নেটপাড়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন, কোথায় গেলেন তৃণমূল সাংসদ দেব? মঙ্গলবার বড়সড় পদক্ষেপ করলেন দেব। বেশ কয়েকদিন ধরে সৌদি আরবে ছুটি কাটাচ্ছেন দেব ও রুক্মিনী। সেখান থেকেই জানিয়েছিলেন যে ১৪ অগাস্ট আসছে তাঁর আগামী ছবি খাদানের টিজার। তবে মঙ্গলবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে বিবৃতি দিয়ে দেব জানান, আরজি করের ঘটনার প্রতিবাদে তিনি ছবির টিজার প্রকাশ করবেন না। প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের বিবৃতি শেয়ার করে তিনি বলেন, ‘আরজি করে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ভয়ানক ঘটনা ঘটে যাওয়ার জন্য আমরা সকলে অত্যন্ত দুঃখিত এবং ক্ষুব্ধ। আমরা গোটা টিম নক্কারজনক এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। সেই কারণেই খাদানের টিজার রিলিজের তারিখ পিছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।
সেই বিবৃতিতে আরও লেখা রয়েছে, ‘নিহত চিকিৎসক যেন বিচার পায় সেটাই এই সময় আমাদের লক্ষ্য হওয়া উচিত। দোষীদের উপযুক্ত শাস্তি দিয়ে বিচার করার দাবি জানাচ্ছি আমরা। নিহত চিকিৎসকের পরিবারে প্রতিও সমবেদনা রইল। বিচারের এই লড়াইয়ে আমরা তাঁদের পাশে রয়েছি।’ দেবের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। তবে দেবের মতোই একই সিদ্ধান্ত নিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। বুধবার ছিল তাঁদের ছবি বহুরূপীর টিজার লঞ্চের অনুষ্ঠান। আরজি করে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে তাঁরাও পিছিয়ে দিয়েছেন ছবির টিজার লঞ্চ। নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছে টিম বহুরূপী। তাঁরাও দাবি জানিয়েছেন যে দোষীদের শাস্তি হোক।