Weather Report

Weather Report: চার জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা, কমলা সতর্কতা জারি আবহাওয়া দফতর থেকে

ইউ এন লাইভ নিউজ: বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘলা। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এর থেকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। অন্যদিকে মৌসুমী অক্ষরেথা পুরুলিয়া, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে গিয়েছে। আবহাওয়া দফতর সতর্কতা জারি করে বলেছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে নিম্নচাপ তৈরি হলে সমুদ্র উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ উপকূলে ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোরো হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে মৎস্যজীবীদের ১৭ অগাস্টের মধ্যে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বাকি সময়ে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে শনিবার ও রবিবারের জন্য আপাতত তেমন কোনও পূর্বাভাস দেওয়নি আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বাকি সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায়। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। যে কারণে এই তিন জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায়। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই। এর মধ্যে অতিভারী বৃষ্টি হতে পারে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কয়েক পশলা মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।