CV Anand Bose

Kolkata News: মানব বন্ধন পালন রাজভবনেও, আলো বন্ধ হল ভিক্টোরিয়া মেমোরিয়ালের

ইউ এন লাইভ নিউজ: আরজি কর ঘটনা নিয়ে উত্তাল হয়ে আছে রাজ্য রাজনীতি। আরজি করে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলায় মুখ্যমন্ত্রীকে কড়া নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাংলার জনগণের আবেগকে প্রশমিত করতে, রাজ্যে মহিলাদের নিরাপত্তা প্রদান করে আইন-শৃঙ্খলা সুস্থভাবে বজায় রাখাতে কড়া পক্ষে নিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। আর জি কর কাণ্ডের প্রতিবাদে বন্ধ হয়ে গেল রাজভবনের আলোও। বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা আলো নিভিয়ে অভিনব প্রতিবাদের ডাক দেন জুনিয়র চিকিৎসকরা। সেই ডাকে সাড়া দিয়ে রাজভবনের আলো নেভালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আলো নিভল ভিক্টোরিয়া মেমোরিয়ালেরও।

আর জি কর কাণ্ডের পর তিন সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গিয়েছে। কিন্তু সিবিআই দায়িত্ব নেওয়ার পরেও এখনও এই তদন্তের ভিত্তিতে কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। অন্যদিকে সুপ্রিম কোর্টেও ৫ সেপ্টেম্বরের শুনানি পিছিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কবে মিলবে সুবিচার, এই দাবিতে পথে নেমে আন্দোলনে শামিল হন প্রায় গোটা শহরবাসী। গলি থেকে রাজপথ, বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের ডাকে এক ঘণ্টা আলো নিভিয়ে অভিনব প্রতিবাদের পথে নেমেছিলেন মানুষ। সেই ডাকে সাড়া দিয়ে রাজভবনের আলো নেভালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আঁধারে ঢাকল আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরও।