football

Football: ‘খেলা ছেড়ে দিলেও আমি ফুটবলের সঙ্গেই থাকব’ বার্তা ময়দানের বাজপাখি শিল্টনের

ইউ এন লাইভ নিউজ: তাঁকে ডাকা হয় ময়দানের বাজপাখি বলে। সেই শিল্টন পালই প্রায় নিঃশব্দে গ্লাভসজোড়া তুলে রাখলেন এই মরসুমে। মোহনবাগানের ঘরের ছেলে হয়ে ওঠা শিল্টন, ফুটবল ছেড়েছেন রেনবো এফসির হয়ে ম্যাচ খেলে। মোহনবাগানের হয়ে অবসর নিতে পারলেও, আফশোস করতে চান না তিনি। সোমবার ক্রীড়া সাংবাদিক ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে শিল্টন বললেন, খেলা ছাড়লেও, ফুটবলকে ছাড়ছেন না।

তিনি বলেন, ‘খেলা ছেড়ে দিলেও আমি ফুটবলের সঙ্গেই থাকব। এখনই কোচ না হলেও আমি মাঠের সঙ্গে জড়িয়ে থাকতে চাই। যখনই ডাকবেন, আমাকে পাবেন।’ শিল্টনের স্ত্রী সায়ানা মণ্ডল বলেন, ‘আমি ওকে আরও দু’বছর খেলতে বলেছিলাম। আমার কথা শুনল না।’

About Anannya Chakraborty

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *