ইউ এন লাইভ নিউজ: মায়ানমারে টোরি হয়েছে ঘূর্ণাবর্ত। শুক্র ও শনিবার পশ্চিম এবং উত্তর পশ্চিমে সেই ঘূর্ণবর্ত এগিয়ে পৌঁছে যাবে বাংলাদেশে। তার জেরেই আগামী ক’দিন ভারী বৃষ্টি দেখা যাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। ভারী বৃষ্টির আশংকা রয়েছে কলকাতাতেও। বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। এই জেলাগুলি হল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া এবং বীরভূম। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে ভারী বৃষ্টি হবে শনিবারও। তার পরে কয়েক দিন আপাতত বৃষ্টির দেখা মিলবে না দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর কলকাতা, পশ্চিমবঙ্গ
বৃহস্পতিবার কলকাতায় সর্বাধিক তাপমাত্রা ৩০সেলসিয়াস থাকতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদহে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে। বৃহস্পতিবার সকালেও কলকাতায় কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।
Leave a Reply