iPhone 16

iPhone 16 Series Launch: অবশেষে ভারতে লঞ্চ হল আইফোন ১৬ সিরিজ, রাত থেকে লম্বা লাইন অ্যাপল স্টোরগুলির বাইরে

ইউ এন লাইভ নিউজ: উৎসবের মরশুমের আগেই ভারতে আত্মপ্রকাশ আইফোন-এর। আর তা কিনতে একেবারে হুড়োহুড়ি অবস্থা ক্রেতাদের মধ্যে। গত ৯ সেপ্টেম্বর আইফোন ১৬ সিরিজের ফোন লঞ্চ করে অ্যাপেল। একেবারে আকর্ষণীয় ডিজাইন এবং ফিচারে নয়া এই ফোন লঞ্চ হয়। এরপর থেকেই উত্তেজনার পারদ চড়ছিল ক্রেতাদের মধ্যে। বিশেষ করে আইফোন ১৬ এ- তে ফিচার দেওয়া হয়েছে। যা বিশেষ করে নজর কেড়েছে আইফোন লাভার্সদের মধ্যে। শুক্রবার সকাল থেকে ভারতে আইফোন ১৬ সিরিজের ফোনগুলি কেনার সুযোগ হয়েছে জনগণের।

আর তা কিনতে অ্যাপল স্টোরগুলির বাইরে রাত থেকে লম্বা লাইন একেবারে। যেমন মুম্বই’য়ের অ্যাপল স্টোর। সেখানে কেউ মধ্য রাত থেকে লাইন দিয়েছেন তো কেউ আবার ভোররাতে লম্বা লাইনের পিছনে দাঁড়িয়েছেন। এমন নয় যে শুধু তরুণ প্রজন্মই লাইনে, বহু বয়সের মানুষ আইফোন ১৬ কেনার জন্য মুম্বাইয়ের বিকেসিতে লাইনে দাঁড়িয়েছিলেন। আর সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। শুধু স্টোর খোলার অপেক্ষা ছিল। আর তা খুলতেই একেবারে ঝাঁপিয়ে পড়েন ক্রেতারা। সেই ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তেমনই এক উজ্জ্বল শাহ। যিনি আইফোন ১৬ কিনতে আহমেদাবাদ থেকে দিল্লি এসেছেন। তিনি বলেন, ২১ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে ছিলাম। বুধবার সকাল ১১ টার সময় লাইনে দাঁড়াই। অপেক্ষা ছিল শুধু স্টোর খোলার। তিনি বলেন, “আইফোন ১৬ সিরিজের ফোন নিয়ে আমি খুবই উৎসাহিত। বড় স্ক্রিন, ফার্স্ট ওয়্যারলেস চার্জার, অ্যাপল ইন্টিলিজেন্স একের পর এক ফিচার আছে।”

এতো গেল মুম্বই’য়ের ছবি! একই হাল দিল্লিতেও। রাজধানীতেও আইফোন ১৬ কেনার একেবারে ধূম। দিল্লির সাকেতে সিলেক্ট সিটি ওয়াক-এ ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যায়। সকাল ৮টার সময় দোকান খোলে। এরপরেই একেবারে লাইন দিয়ে ক্রেতারা স্টোরের মধ্যে ঢুকে পড়েন। এক ক্রেতার দাবি, আমি পাঁচটা আইফোন ১৬ কিনেছে। গোটা পরিবারের জন্য তা কেনা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানান তিনি। কলকাতাতেও অ্যাপল স্টোরে বিক্রি হচ্ছে আইফোন ১৬। বলে রাখা প্রয়োজন, গত ৯ তারিখ ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে একটি ইভেন্ট করা হয় অ্যাপল-এর তরফে। সেখানেই আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো, আইফোন ১৬ প্রো ম্যাক্স লঞ্চ হয়।