ইউ এন লাইভ নিউজ: দেশ থেকে এবার ধাপে ধাপে বর্ষার বিদায়ের পর্ব শুরু হয়েছে। বাংলা থেকে এবার বর্ষার বিদায়ের মুখে আবারও বড়সড় দুর্যোগের পূর্বাভাস। বঙ্গোপসাগরে ফের দানা বাঁধছে নিম্নচাপ। তারই জেরে দুর্গাপুজোর মাত্র ক’দিন আগে জেলায়-জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বেলার দিক থেকেই আবহাওয়ার বদল চোখে পড়বে। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ জেলায়। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামিকাল বৃষ্টির ভরপুর দাপট থাকবে। শুধু তাই নয়, বৃষ্টির এই পর্ব চলবে আগামী বৃহস্পতিবারেও। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শহর কলকাতায় মঙ্গলবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। তবে বেলা বাড়লে বদলাতে পারে তিলোত্তমা মহানগরীর আবহাওয়া। আজ কলকাতা শহরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলায় থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিংয়ের কিছু কিছু অংশে আজ ভারী বৃষ্টি হতে পারে। আগামিকালও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার উত্তরবঙ্গে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিংম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
Leave a Reply