Weather

Weather Report: অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে, আবহাওয়ার পরিবর্তন দক্ষিণে

ইউ এন লাইভ নিউজ: শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি চোখে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে নিম্নচাপ শক্তি খুইয়ে দুর্বল হওয়ার জেরেই আবহাওয়ার উন্নতি হবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি চোখে পড়লেও উত্তরবঙ্গের ছবি একদমই আলাদা। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। সব মিলিয়ে মোটের উপর আগামী কয়েকদিন উত্তরবঙ্গে চলবে দুর্যোগ, এমনই সতর্কতা দিচ্ছে হাওয়া অফিস।

শুক্রবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শুক্রবার দিনভর এমনই থাকবে আবহাওয়া। তবে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে পশ্চিমের কয়েকটি জেলাতেও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুক্রবার থেকে আবহাওযার বড়সড় উন্নতি চোখে পড়বে। এ ছাড়া শুক্রবার তুমুল বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে জেলা। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও। মালদহ ও দুই দিনাজপুরেও শুক্রবার মাঝারি বৃষ্টি চলবে।