Sukanta Majumdar

Sukanta Majumdar: ‘যখনই যাকে পারছেন, তাকে গুঁতোচ্ছেন’, ফের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুকান্তর

ইউ এন লাইভ নিউজ: ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। কলকাতা এয়ারপোর্টে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বন্যা পরিস্থিতি থেকে শুরু করে আরজি কর কাণ্ড প্রসঙ্গেও মন্তব্য করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা প্রসঙ্গে অভিযোগ করেছেন, ‘কেন্দ্রীয় সরকার বাংলার বন্যা পরিস্থিতিতে কোনওরকম আর্থিক সাহায্য করে না। পশ্চিমবঙ্গ সরকারকে বন্যা নিয়ন্ত্রণে একা কাজ করতে হয়।’ এই বিষয়ে পাল্টা খোঁচা দিয়েছেন সুকান্ত মজুমদার।

আমফানের সময় হাজার কোটি টাকা এসেছিল। সেই টাকা কোথায় উবে গেল? বর্তমানেও ওই এলাকার অনেকে আমফানের ক্ষতিপূরণের টাকা পায়নি বলে অভিযোগ করা হয়। তৃণমূল নেতাদের একাউন্টে টাকা ঢুকেছে। পঞ্চায়েত নেতাদের স্ত্রীদের একাউন্টে টাকা ঢুকেছে। এই সমস্ত অভিযোগ করেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি বলেন, “প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে আপনাকে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে কথা বলতে হবে। মুখ্যমন্ত্রী কি কোনও চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে? আমাদের বন্যা হয়েছে আমাদের সাহায্য দরকার।” পাশাপাশি মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে সুকান্ত বলেন, “উনি তো সারা জীবন লড়াই করতেই চলে গেলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে লড়াই। অন্য ব্যক্তিদের সঙ্গে লড়াই। যখনই যাকে পারছেন, তাকে গুঁতোচ্ছেন।”

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বেড়ে চলেছে রাজ্যে। তাই নিয়ে সুকান্ত মজুমদারের কটাক্ষ করে বলেন, ” তৃণমূল নেতাদের টাকা দিলে, যা ইচ্ছে তাই রেট নেওয়া যায়। সব বাজারগুলো থেকে তোলাবাজি হয়। কোথায় কে দোকান বসাবে, কী বিক্রি করবে, সমস্ত কিছু তৃণমূল নেতাদের পয়সা দিয়ে হয়। স্বাভাবিকভাবেই যারা কাটমানি দেবে, তারা টাস্কফোর্সকে মানবে না।” অন্যদিকে আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদ চলছে। সেখানে যাদবপুরে কাশ্মীরের আজাদি নিয়ে স্লোগান উঠেছে। সেই বিষয়ে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। ‘অতি বামেরা ঢুকে এই আন্দোলনকে নষ্ট করতে চাইছে। অতি বামেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বরাবর সাহায্য করে। এরাই ভোটের সময় ‘নো ভোট টু বিজেপি’ স্লোগান তোলে।’ এমনটাই দাবি বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।