Weather Report

Weather Report: নিম্নচাপের কবলে দুর্গাপুজো, উৎসবের মধ্যেই সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

ইউ এন লাইভ নিউজ: ২ অক্টবর মহালয়া, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে মাতৃপক্ষ। নিম্নচাপের প্রভাবে নাজেহাল হয়ে আছে পশ্চিমবঙ্গ। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকেই মাটি করে দেওয়ার পরিকল্পনা করছে এই নিম্নচাপ. নিম্নচাপের প্রভাবে সারা দুগাপুজো জুড়েই হালকা, মাঝারি ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বুধবার অর্থাৎ মহালয়ার দিন সকালে বেশ কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে বেশ কিছুক্ষন চলছে বৃষ্টির তান্ডব। মহালয়ার পর পুজোতেও বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। ৪ অক্টোবর অর্থাৎ শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পাশাপাশি কলকাতা-সহ বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও শুনিয়ে রেখেছেন আবহবিদরা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ওই ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার লক্ষণ দেখাতে শুরু করেছে।

ওই নিম্নচাপের জন্যই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় নতুন করে বৃষ্টির দাপট শুরু হবে। এর মধ্যে শুক্রবার দুই ২৪ পরগনাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনি ও রবিতে কলকাতাতেও ভারী বৃষ্টির আশঙ্কা খুব বেশি। অর্থাৎ পুজোর আগে শেষ দু’টি ছুটির দিনেও বাগড়া দেবে বৃষ্টি, এমন আশঙ্কা পুরোমাত্রায়। আগামিকাল শুক্রবার থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।