North Bengal Landslide

North Bengal Landslide: বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত দার্জিলিং, বন্ধ জাতীয় সড়কসহ বিকল্প রাস্তাও

ইউ এন লাইভ নিউজ: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ধস নামায় বেহাল অবস্থা দার্জিলিঙের রাস্তার। শুক্রবার নতুন করে আবার ধস নেমেছে। এখন যা পরিস্থিতি তা খুব একটা ভাল নয় বলেই মনে করছেন অনেকে। গত রবিবার উত্তরবঙ্গের বন্যাপরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করেছিলেন প্রশাসনিক বৈঠকও। মাঝে কিছুটা বৃষ্টি ধরলেও পরে টানা বৃষ্টিতে ফের ধস নেমেছে দার্জিলিঙে। মারা গেছেন এক বৃদ্ধ। জখমের সংখ্যা বহু।

বুধবার থেকে বৃষ্টির কারণে দার্জিলিংয়ের জোরবাংলো, সুখিয়াপোখরি ব্লকের প্লাংডুং গ্রামে ধসে চাপা পড়ে মারা যান ৭৯ বছরের রঘুবীর রাই। শুক্রবার বিজনবাড়ি যাওয়ার পথেও ধস নেমেছে। যে কারণে সিকিমের দিকে যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়ক খুলে দেওয়া হলেও সে রাস্তা যাতায়াতের অযোগ্য বলে দাবি করেছেন পর্যটকরা। এদিকে তিস্তার জলস্তর বেড়ে যাওয়ায় রাস্তার কাছাকাছি উঠে এসেছে জল।

দার্জিলিং, কালিম্পং, সিকিম যাওয়ার প্রতিটি রাস্তাই বিপর্যস্ত। বিকল্প যে রাস্তাগুলো রয়েছে যেমন লাভা-গরুবাথান হয়ে পাহাড়ে ওঠার রাস্তা কিংবা রোহিণী, পাঙ্খাবাড়ি, হিলকোর্ট সব রাস্তাই নতুন করে ধস নামায় ক্ষতিগ্রস্ত। প্রশাসনের তরফে বলা হয়েছে পর্যটকরা যেন খবর নিয়ে তবেই এসব রাস্তায় যাওয়া আসা করেন।

About Rhitwika Chowdhury

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *