Auto Fare Hike

Auto Fare Hike: পুজোর মরশুমে ভাড়া বাড়াচ্ছে অটোচালকরা, চিন্তা বাড়ছে নিত্য যাত্রীদের

ইউ এন লাইভ নিউজ: বাজার মূল্য এখন আকাশ ছোঁয়া। বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে মাতৃপক্ষ।পুজোয় বোনাস বা বাড়তি কিছু উপার্জনের ইচ্ছা থাকে সকলেরই। সেরকমই গণপরিবহণ ব্যবস্থায় অটো-টোটোর ভাড়াও বাড়িয়ে দেওয়া হয় পুজোর চার বা পাঁচদিনের জন্য। তবে, পুজোর আগেই শহরের একাধিক রুটের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। অকাল ভাড়া বৃদ্ধির কারণে নাজেহাল যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, উল্টোডাঙা থেকে শোভাবাজার মেট্রো রুটে ভাড়া বাড়িয়েছেন অটো চালকরা। পুজোর ক’দিন সেই ভাড়া আরও বাড়বে বলে আশঙ্কা করছে যাত্রীরা। দক্ষিণ কলকাতায় রাসবিহারী থেকে গড়িয়াহাট রুটেও বেড়েছে অটো ভাড়া। উল্টোডাঙা থেকে শোভাবাজার কিংবা আহিরীটোলা লঞ্চঘাট রুটে ভাড়া বেড়েছে বলে দাবি করা হচ্ছে। পুজোর আগেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে অটো ভাড়া কপালে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে নিত্য যাত্রীরদের।

উল্টোডাঙা-আহিরীটোলা রুটে প্রতি বছর শ্রাবণ মাসে ভাড়া বাড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি, পঞ্চমী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত টানা এই রুটে পাঁচ টাকা ভাড়া বাড়ানো হয়। তবে, যাত্রীদের অভিযোগ, পুজোর আগেই উল্টোডাঙা-শোভাবাজর মেট্রো রুটে বেশি ভাড়া নিচ্ছে অটো চালকদের একাংশ। ১৫ টাকার ভাড়া বেড়ে হয়েছে ২০ টাকা। যে কারণে ক্ষোভ জমছে যাত্রীদের মধ্যে। এক যাত্রীর কথায়, ‘পুজোর সময় ৫-১০ টাকা ভাড়া বাড়ানোর বিষয়টি নিয়ে আপত্তি নেই। কিন্তু, এখন থেকে ভাড়া বাড়িয়ে দিলে আমরা কোথায় যাব?’

About Rhitwika Chowdhury

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *