ইউ এন লাইভ নিউজ ডেস্ক: বঙ্গোপসাগর থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চলছে। তারই মাঝে জলসীমা পেরিয়ে বাংলাদেশে ঢুকে ইলিশ ধরার অভিযোগে আটক কাকদ্বীপের দুটি ফিশিং ট্রলার। আটক ৩১ জন মৎস্যজীবীও। বুধবারের এই ঘটনার খবর পেয়ে উদ্বেগে মৎস্যজীবীদের পরিবারে। কীভাবে, কখন তাঁরা ছাড়া পাবেন, সেটাই এখন মূল চিন্তার বিষয় পরিজনদের কাছে। প্রশাসনিক সাহায্যের দাবি করেছেন তাঁরা।
মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে, এই মাসের ১২ তারিখ মাছ ধরার উদ্দেশ্যে এফবি মা বাসন্তী ও এফবি জয় জগন্নাথ নামক দু’টি ট্রলার সমুদ্রে পাড়ি দিয়েছিল ৷ ১৪ অক্টোবর বাংলাদেশের জল সীমানার ভিতরে চলে যাওয়ায় বাংলাদেশের নৌবাহিনী দু’টি ট্রলারকে আটক করে। পরে পটুয়াখালি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে ৩১ জন মৎস্যজীবী-সহ কাকদ্বীপের ওই দুটি ট্রলারকে। মৎস্যজীবীদের স্থানান্তরিত করা হয়েছে কলাপাড়া থানায়।
বাংলাদেশ পুলিশ ও নৌবাহিনী সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে বর্তমানে ২২ দিনের ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। প্রতি বছর এ সময় এই নিষেধাজ্ঞা জারি হয়। আর সেই কারণে বঙ্গোপসাগরে টহলদারি বাড়ানো হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর তরফে। টহল দেওয়ার সময়ে গত ১৪ তারিখ ভারতীয় পতাকা লাগানো দুটি সন্দেহভাজন ফিশিং ট্রলার চোখে পড়ে তাদের। মৎস্যজীবী-সহ তা আটক করা হয়। তবে এখনও নৌবাহিনীর পক্ষ থেকে কোনও মামলা দায়ের হয়নি। তাই কোনও পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ।
Leave a Reply