ইউ এন লাইভ নিউজ: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পর এবার চর্চায় এসএসকেএম। এসএসকেএম হাসপাতালে প্রসূতির পেট কাটার সময় ‘মরচে ধরা’ কাঁচি ভেঙে যাওয়ার অভিযোগ উঠল। সেই ভাঙা কাঁচির ছবি সম্প্রতি সমাজমাধ্যমে পোস্ট করেছেন চিকিৎসক রশ্মি চট্টোপাধ্যায়। সেই ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছেন জুনিয়র ডাক্তাররা। এই ঘটনায় নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের। গত মঙ্গলবার ২২ অক্টোবর এক প্রসূতির সি সেকশন করার প্রয়োজনীয়তা পড়ে। অপারেশন থিয়েটারে ঢুকে ওই চিকিৎসক কাঁচিতে হাত দিতেই অঘটন ঘটে। ওই কাঁচি প্রসূতির কাছ পর্যন্ত পৌঁছনোর আগেই সেটি ভেঙে যায় এরপর অন্য কাঁচি দিয়ে অস্ত্রোপচার করা হয়। সেহেতু স্বাভাবিকভাবেই তরুণীর শারীরিক সমস্যা হওয়ার কোনও সম্ভাবনাই নেই। তবে প্রসূতির কোনো ক্ষতি না হলেও প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, একটি সুপার স্পেশালিটি হাসপাতালের অপারেশন থিয়েটারে কেন এমন ‘মরচে ধরা’ কাঁচি ব্যবহার করা হবে।
কাঁচিটি কবে সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকে হাসপাতালের অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছিল, তা খতিয়ে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, কাঁচিটি বহু পুরনো। কিন্তু কেন পুরনো কাঁচিটি এল অপারেশন থিয়েটারে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। জুনিয়র ডাক্তার রশ্মির দাবি, এই ঘটনা এসএসকেএমে নতুন নয়। এর আগেও তাঁর সামনে অস্ত্রোপচারের সময় কাঁচি, ছুরি ভেঙে গিয়েছে। গত শনিবারই এ রকম একটি ঘটনা হয়েছে তাঁর সামনে। রশ্মির দাবি, একটি কাঁচি ভেঙে দু’টুকরো হয়ে গিয়েছিল সে দিন। উল্লেখ্য, এর আগে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক ইন্টার্ন গত ১০ অক্টোবর দাবি করেন, চিকিৎসা করার সময় তিনি রক্তমাখা গ্লাভস দেখতে পান। প্যাকেট থেকে বের করতে গিয়ে তিনি ভাবেন প্রথম গ্লাভসটা হয়তো কোনও কারণে নোংরা ছিল। সেই গ্লাভস ফেলে অন্যটা নিতে গিয়েও দেখেন একই অবস্থা। প্রায় প্রত্যেকটি গ্লাভসই নোংরা। আর এ বার এসএসকেএম হাসপাতালে অভিযোগ উঠল অস্ত্রোপচারের সময় কাঁচি ভেঙে যাওয়ার।
Leave a Reply