ইউ এন লাইভ নিউজ: চাপের মুখে পড়ে গোকুলম কেরল এফসি-কে আসন্ন আই লিগের ম্যাচ আয়োজনের জন্য ইএমএস কর্পোরেশন স্টেডিয়াম ব্যবহার করার অনুমতি দিতে চলেছে কোঝিকোড় পুরনিগম। সেই ২০১৭ সাল থেকে বিগত সাত বছর ধরে এই স্টেডিয়ামটি ব্যবহার করার পর এবার হঠাৎ করেই গোকুলম কেরল এফসি-কে স্টেডিয়াম থেকে সরে যেতে বলে কোঝিকোড় পুরনিগম। এই সাত বছরে স্টেডিয়ামটির প্রভূত উন্নতি সাধন করেছে গোকুলম কর্তৃপক্ষ। তার পরেও সরে যেতে হওয়ায় তারা বাধ্য হয়ে মালাপ্পুরমের মঞ্জেরির পায়ানাড স্টেডিয়ামকে আই লিগের হোম ভেন্যু হিসাবে বেছে নেয়।
মূলত সুপার লিগ কেরলের খেলার জন্য এই স্টেডিয়ামটিকে লিজে দেওয়ার জন্যেই গোকুলমকে এখান থেকে উচ্ছেদ করা হয়েছিল। এই লিগের ফাইনালে এই স্টেডিয়ামেই গোকুলম কেরল এফসি-র সমর্থকরা উপস্থিত থেকে বিক্ষোভমূলক ব্যানার প্রদর্শন করে, ক্লাব কর্তৃপক্ষও উপরমহলে বিষয়টি নিয়ে তদ্বির করে। এসবের ফলে অবশেষে নমনীয় হচ্ছে কোঝিকোড় পুর কর্তৃপক্ষ। তাই বলাই যায়, আসন্ন আই লিগে কোঝিকোড়ের ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামই হতে চলেছে গোকুলম কেরলের হোম ভেন্যু। সেই সঙ্গে মঞ্জেরির পায়ানাড স্টেডিয়ামও বিকল্প হিসাবে থাকছে।
Leave a Reply