ইউ এন লাইভ নিউজ: আর জি কর মামলার মূল অভিযুক্ত অর্থাৎ ‘হাই প্রোফাইল’ বন্দি সঞ্জয় রায়ের নিরাপত্তার জন্যে অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। বুধবার প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদহ আদালত চত্বরে কালো কাচের উপর জালে ঢাকা বিশেষ গাড়ি করে সঞ্জয়কে নিয়ে আসা হয়। গাড়ি থেকে নামতেই ডান হাত ও তার পর বাঁ হাত ঠোঁটে ছুঁইয়ে ‘ফ্লাইং কিস’ ছোড়ার ভঙ্গি করেন তিনি। “আমি নির্দোষ” চেঁচাতে চেঁচাতেই তাকে ঢুকিয়ে নেওয়া হয় আদালতে। আদালত সূত্রের খবর, শিয়ালদহ আদালতে আর জি কর মামলায় এক মহিলা-সহ দুই চিকিৎসক পড়ুয়ার সাক্ষ্য নেওয়া হয়। সঞ্জয় রায়ের আইনজীবীরা তাঁদের ‘ক্রস’ করেন। এ ছাড়াও ভিডিও চিত্রগ্রাহক, যিনি নির্যাতিতার দেহের ভিডিও তুলেছিলেন ও একজন চিকিৎসক, যিনি সঞ্জয় রাই গ্রেপ্তার হওয়ার পর তাঁকে পরীক্ষা করেন, আদালতে তাঁদেরও সাক্ষ্য গ্রহণ করবে বলে শোনা যাচ্ছে।
বেশ কয়েকদিন ধরেই আর জি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলা নিয়ে তোলপাড় হচ্ছে কলকাতা সহ সারা দেশ! তারই মধ্যে সঞ্জয়ের এই বেপরোয়াভাব দেখে অনেকেরই মনে প্রশ্ন জাগছে ! আরো প্রশ্ন উঠছে , সঞ্জয়ের এই ‘ফ্লাইং কিস’ কার উদ্দেশ্যে?
সোমবার বিচারপর্বের প্রথম দিনের শুনানির পর শিয়ালদহ আদালত থেকে প্রিজন ভ্যানে করে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার সময় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিশানা করে। ফের তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করতে থাকে। এর পরই তার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
Leave a Reply