cricket of bengal

Cricket Of Bengal: মধ্যপ্রদেশকে ১১ রানে হারাল বাংলা, প্রথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিলেন মহম্মদ শামি

ইউ এন লাইভ নিউজ: চূড়ান্ত উত্তেজনাপূর্ণ ম্যাচে মধ্যপ্রদেশকে ১১ রানে হারাল বাংলা। প্রথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিলেন মহম্মদ শামি। তবে বাংলার জয়ের আসল কারিগর শাহবাজ আহমেদ। প্রথম ইনিংসে ব্যাট হাতে আক্রমণাত্মক ৯২ রান আর চতুর্থ ইনিংসে ৪৮ রানে চার উইকেট নিলেন বাংলার অলরাউন্ডার। জয়ের জন্য ৩৩৮ রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে ১৫০/৩ ছিল মধ্যপ্রদেশের স্কোর। শনিবার দিনের তৃতীয় বলেই রজত পাতিদারকে (৩২) ফিরিয়ে দিয়েছিলেন শামি। মহম্মদ কাইফের বলে হরপ্রীত সিং (৭) আউট হওয়ার সময় মধ্যপ্রদেশের স্কোর ছিল ১৬১/৫। তখনই জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল বাংলা। কিন্তু যাবতীয় হিসাব উল্টে দিতে শুরু করেন অধিনায়ক শুভম শর্মা (৬১) ও বেঙ্কটেশ আইয়ার (৫৩)। ষষ্ঠ উইকেটে যোগ করেন ৯৪ রান। দলীয় ২৫৫ রানের মাথায় দু’জনই আউট হতে ম্যাচে ফেরে বাংলা। কিন্তু অনুষ্টুপ মজুমদারদের ফের চাপে ফেলে দেন সারাংশ জৈন (৩২) ও আরিয়ান পান্ডে (২২)। শেষমেশ ৩২৬ রানে মধ্যপ্রদেশকে অল আউট করে চলতি রঞ্জি ট্রফিতে নিজেদের প্রথম জয় তুলে নিল বাংলা। মূল্যবান ছ’পয়েন্টও ঘরে তুললেন অনুষ্টুপরা।