Aaryavir Sehwag

BCCI: একদম যেন বাবার ফটো কপি, শিলংয়ের এমসিএ ক্রিকেট স্টেডিয়ামে রক্তজবা ফুটিয়ে তুললো আরিয়াবীর সেওয়াগ

ইউ এন লাইভ নিউজ: একেই বলে, “বাপ কা বেটা, সিপাই কা ঘোড়া, কুচ নেহি তো থোরা থোরা”। অল্প স্বল্প নয়, এক সময় মনে হচ্ছিল বাবার ফটো কপি। একটা একটা স্ট্রোকের গায়ে যেন লেখা ছিল, “বীরেন্দ্র সিং সেওয়াগ”। আর যিনি লিখছিলেন সেই কিশোরের নাম আরিয়াবীর সেওয়াগ। শিলংয়ের এমসিএ ক্রিকেট স্টেডিয়ামে যেন এক রক্তজবা ফুটলো এদিন। বিসিসিআই পরিচালিত চারদিনের কোচবিহার ট্রফিতে দিল্লির হয়ে মেঘালয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন বীরেন্দ্র সেওয়াগের ছেলে ১৭ বছরের আরিয়াবীর সেওয়াগ। প্রথমে ব্যাট করে মেঘালয় ২৬০ রান তোলার পর ব্যাট করতে নামে দিল্লি। শুরুতেই সকলের নজর আটকে যায় ওই ১৭ বছরের ছেলেটার দিকেই। বাবার মতই বিধ্বংসী মেজাজেই শুরু হয় প্রতিপক্ষের অপর আক্রমণ।

অনুভব বাগ্গার সঙ্গে জুটি বেঁধে প্রথম ইউকেটে দিল্লি তুলে নেয় ১৮০ রান। দিনের শেষে দিল্লি ২০৮ রানে এগিয়ে। বাগ্গা আউট হবার পর আরিয়াবীর তখন ধন্য নাকরার সঙ্গে জুটি বেঁধে ইনিংস টেনে নিয়ে যায় ৪৪০ রানে। দিনের শেষে ২২৯ বলে ২০০ রান করে অপরাজিত অবস্থায় প্যাভিলিয়নে ফিরে গেছে আরিয়া। হাতে এখনো দু’দিন সময়। এই ম্যাচ এখন কার্যত দিল্লির পকেটে কিন্তু সেটা নিয়ে আলোচনা হচ্ছে না বললেই চলে। সকলের মুখেই একটাই কথা, দেখলেন ছেলেটাকে? সেই একই নির্লিপ্ত ভঙ্গিমা, সেই মারকাটারি মেজাজ, বাইশ গজে সেই মারমুখী মূর্তি, বারবার মনে করিয়ে দিচ্ছিল বীরেন্দ্র সিং সেওয়াগকে। এদিন একে অপরের উদ্যেশ্যে একটাই প্রশ্ন ছিল, সেওয়াগের ফেলে যাওয়া আসনে কি অভিষেক হতে চলছে তাঁর উত্তরসূরির? যে রাজকীয় মেজাজে যাত্রা শুরু করলেন এই রাজপুত্র, তাতে প্রশ্ন ওঠা স্বাভাবিক।