বিজনেস ডেস্ক: করোনা পরিস্থিতিতে বহু দেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে ঠেকেছিল। বেশ কিছু দেশ প্রায় দেউলিয়া হয়ে পড়েছে, কিন্তু ভারতীয় অর্থনীতি ক্রমশ উন্নতির পথে অগ্রসর হয়েছে। শেয়ারবাজারে ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা বৃদ্ধি, ফের তা প্রমাণ করে দিয়েছে। চলতি বছরের অগষ্টে দেশে প্রথমবার ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা ১০ কোটির গণ্ডি পার করেছে।
ডিপোজিটরি ফার্ম এনএসডিএল এবং সিডিএসএল সূত্রের খবর, দেশে খুচরো বিনিয়োগকারীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। অগস্ট মাসে ২২ লক্ষ নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই সংখ্যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর ফলে দেশে মোট ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে হয়েছে ১০.০৫ কোটি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এতে খুচরো বিনিয়োগকারীদের অবদান সবচেয়ে বেশি।
করোনা পূর্ববর্তী সময়ে অর্থাৎ ২০২০ সালের মার্চ পর্যন্ত, দেশে মোট ৪.০৯ কোটি ডিম্যাট অ্যাকাউন্ট ছিল। এরপর এখনও পর্যন্ত অর্থাৎ আড়াই বছরেরও কম সময়ে ৬ কোটি ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়েছে। করোনা পরবর্তী সময়ে শেয়ার বাজারের ওপর আস্থা বেড়েছে, তা স্পষ্ট। খুচরো বিনিয়োগকারীরা যত শেয়ার বাজারের সঙ্গে যুক্ত হবে, ততই বিদেশি বিনিয়োগকারীদের ওপর নির্ভরতা কমবে। যা ভারতীয় শেয়ার বাজারকে শক্তিশালী করবে।
Leave a Reply