Queen Elizabeth II: ‘লর্ড সেভ দ্য কুইন’ এর বদলে ‘লর্ড সেভ দ্য গ্রেসিয়াস কিং’, রানির মৃত্যুর পরেই ‘অপারেশন লন্ডন ব্রিজ’ হয়ে গেল ‘অপারেশন ইউনিকর্ন’

নিউজ ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের পরেই জোরকদমে চালু হয়ে গেল ‘অপারেশন ইউনিকর্ন’। পরিকল্পনা তৈরি হয়েছিল আগেই। এই জন্যই রাতারাতি ‘অপারেশন লন্ডন ব্রিজ’ নাম বদলে রাখা হল ‘অপারেশন ইউনিকর্ন’।

বৃহস্পতিবার রানি এলিজাবেথ প্রয়াত হয়েছেন স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে। তাই স্কটল্যান্ডের প্রতীক ইউনিকর্নের নামাঙ্কিত হয়েছে এই অপারেশন। এই অপারেশনে রয়েছে এক সপ্তাহ জুড়ে একাধিক শোকপালনের কর্মসূচি।

প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ১০ ডাউনিং স্ট্রিটের দফতর-সহ ব্রিটেনের সব সরকারি প্রতিষ্ঠানে আগামী এক সপ্তাহ জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। স্থগিত থাকবে পার্লামেন্টের অধিবেশন-সহ যাবতীয় সরকারি এবং রাজনৈতিক কর্মসূচি। যাবতীয় বাণিজ্যিক কার্যকলাপও বন্ধ রাখা হবে।

কী এই অপারেশন ইউনিকর্ন?

রানির মৃত্যু পরে যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীতে আনা হবে বদল। জাতীয় সঙ্গীত ‘লর্ড সেভ দ্য কুইন’ এর পরিবর্তে ‘লর্ড সেভ দ্য গ্রেসিয়াস কিং’ হবে। তাছাড়া ব্রিটিশ পাউন্ডে রানির যে ছবি থাকে, তাও বদল করে রাজা চার্লসের ছবি দেওয়া হবে।

রানির শেষ কৃত্য হবে হলিরুড হাউসে। তারপরে তাঁর কফিন রয়্যাল মাইলের ক্যাথিড্রালে নিয়ে যাওয়া হবে। এরপর তাঁর মরদেহ পূর্ব উপকূলের রয়্যাল ট্রেনে করে লন্ডনে নিয়ে যাওয়ার হবে।

ব্রিটিশ পুলিশ ও সেনায় রানির নামের প্রথম অক্ষর যুক্ত পতাকা বদলানো হবে। সেখানে আসবে নতুন রাজা চার্লসের নামের প্রথম অক্ষর যুক্ত পতাকা। কারেন্সি নোট এবং ধাতব মুদ্রায় রানির ছবি পাল্টে বসানো হবে নতুন রাজার ছবি। তবে অপারেশন ইউনিকর্নের এই কর্মসূচি শেষ করতে অন্তত দু’বছর সময় লাগবে। ব্রিটিশ ডাকটিকিটেও রানির বদলে আসবে রাজার ছবি।

আরও পড়ুন: অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা, হবে না কোনও বিনোদনমূলক অনুষ্ঠান! ব্রিটিশ মহারানির প্রয়াণে রাষ্ট্রীয় শোক পালনে ভারতের

শুধু ইংল্যান্ড, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড নয়, যে সব সাবেক ব্রিটিশ উপনিবেশ (বর্তমানে কনওয়েলভুক্ত কয়েকটি দেশ) এখনও উইন্ডসর রাজবংশের প্রতীক ব্যবহার করে, সেখানেও আসবে একাধিক পরিবর্তন।

আরও পড়ুন: ৭৩ বছরে ব্রিটেনের রাজা, কী কী সুবিধা পাচ্ছেন তিনি ? জানুন

রানি এলিজাবেথ ছিলেন ‘চার্চ অব ইংল্যান্ডের’ ধর্মবিশ্বাসের রক্ষক তথা শীর্ষ গভর্নর। সেখানকার ‘বুক অব কমন প্রেয়ার’ নামক প্রার্থনা সঙ্গীতে রানির মঙ্গল কামনা করা হয়েছে। এ বার রাজা তৃতীয় চার্লসের জন্য ঈশ্বরের করুণা কামনা করে প্রার্থনা সঙ্গীতেও আনা হবে পরিবর্তন।

About Unlive

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *