বিজনেস ডেস্ক: আইফোন। যুব সমাজের আকর্ষণের কেন্দ্রবিন্দু অ্যাপেলের এই ফোন। শুধু যুব সমাজ নয়, প্রায় সকলের মধ্যেই আইফোনকে ঘিরে উত্তেজনা কম নয়। তবে পকেটের কথা ভেবে অনেকেই মেটাতে পারেন না শখ। কিন্তু এবার সেই চিন্তা থেকে মুক্তি পেতে চলেছে ভারতীয়রা। টাটা গ্রুপের হাত ধরে এবার ভারতেই তৈরি হতে পারে আইফোন। ফলে দাম অনেকটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই আশায় বুক বাঁধছে আইফোনপ্রেমীরা।
আরও পড়ুন: সু্প্রিম কোর্টে স্বস্তি, হাথরাস মামলায় ২৩ মাস পর জামিন সাংবাদিক কাপ্পানের
ভারতের ব্যবসায়িক মহলে এই গুঞ্জন শোনা গেলেও, আইফোন তৈরির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কেউই। তবে সূত্রের খবর, টাটা গ্রুপ অ্যাপল ইনকর্পোরেটেডের তাইওয়ানের সাপ্লায়ার উইস্ট্রন কর্পের সঙ্গে আলোচনা শুরু করেছে। আলোচনা সফল হলে, তাইওয়ানের সাপ্লাইয়ার উইস্ট্রন কর্পের সঙ্গে টাটা গ্রুপ যৌথভাবে আইফোন নির্মাণ করবে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী জানা গেছে, উইস্ট্রনের ভারতীয় কার্যক্রমের অংশীদারিত্বও কিনতে পারে টাটা। শুধু তাই নয়, উভয় কোম্পানি একসঙ্গে একটি নতুন অ্যাসেম্বলিং প্ল্যান্টও স্থাপন করতে পারে।
২০১৭ সাল থেকে ভারতে আইফোন অ্যাসেম্বল করার কাজ শুরু হয়েছে। এর অধীনে আইফোনের বেস ভেরিয়েন্ট অ্যাসেম্বল করা হয়। এখনও পর্যন্ত, শুধুমাত্র আইফোন ১১, আইফোন ১২ এবং আইফোন ১৩ ভারতে তৈরি হয়েছে। এগুলি উইস্ট্রন এবং ফক্সকন প্রযুক্তি দ্বারা অ্যাসেম্বল করা হয়েছে। অ্যাপল এখন ভারতেও তার প্রো লেভেলের আইফোন তৈরির উদ্দেশ্যে কাজ করছে। এই পরিস্থিতিতে, টাটা গ্রুপ এবং উইস্ট্রনের অংশীদারিত্ব নিয়ে আলোচনা সফল হলে, ভারতীয় বাজার নতুন সাফল্যের মুখ দেখবে। এই পদক্ষেপ ভারতীয় অর্থনীতিকে শক্তিশালী করবে এবং ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনে চিনের উপর নির্ভরতা কমাতে সাহায্য করবে।
Leave a Reply