ডিএ মামলা: শুনানি শেষ, স্থগিত রায় দান, অপেক্ষায় রাজ্য সরকারি কর্মীরা

নিউজ ডেস্ক: শুক্রবার ডিএ মামলার শুনানি শেষ হলেও রায় দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। ফলে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন কিনা তা আজও স্পষ্ট হল না।

বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ রায় দান স্থগিত রেখেছেন। আগামী সপ্তাহে এই মামলার রায় দান হতে পারে বলে মনে করছে রাজ্য সরকারি কর্মচারীরা।

তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, বলে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে।কিন্তু ৯০ দিন পেরিয়ে যাওয়ার পরেও রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ না মেটানোয় আদালত অবমননার মামলা দায়ের হয়।

একই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে ওই রায় পুনর্বিবেচনার জন্য আদালতে পিটিশন দাখিল করা হয়েছিল।

শুক্রবার মামলাকারীদের পক্ষের আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, হাইকোর্টই রায় দিয়েছিল ডিএ কর্মচারীদের অধিকার। এটা কোনও দয়ার দান নয়। তাহলে রাজ্য সরকার কেন তা দেবে না?

সেইসঙ্গে বিকাশ ভট্টাচার্য আরও বলেন, মূল্য সূচকের ভিত্তিতে সমস্ত রাজ্য সরকার ডিএ দেয়। তাহলে বাংলায় কেন তা থেকে বঞ্চিত হবেন রাজ্য সরকারি কর্মচারীরা?

আরও পড়ুন: প্যাকেজ ট্যুর: এবার ভ্রমণ পিপাসুদের পাশে রাজ্য পরিবহণ দফতর

পাল্টা অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বক্তব্য, মূল্য সূচকের ভিত্তিতে রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ পাওয়া উচিত তা তাঁরা পান। ফলে নতুন করে দেওয়ার প্রয়োজন নেই।

একাধিক বার এই ডিএ মামলা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা স্যাট ও হাইকোর্টে ঘুরপাক খেয়েছে। তারপর স্যাটের রায়ই বলবৎ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কিন্তু রাজ্য সরকার তা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে।