বিশ্ব শেয়ার বাজার এ পতন

সৃষ্টি ধর ঘোষ: 13 -09 -2022 এ আমেরিকা শেয়ার বাজার Dowjones প্রায় 1276 নেমে বন্ধ হয়। Nasdaq বন্ধ হয় 632 পয়েন্ট নেমে এবং S&P500 বন্ধ হয় 177 পয়েন্ট নেমে। এটা একেবারেই ভালো ট্রেডিং সেশন ছিল না। গ্লোবাল শেয়ার বাজার এর ট্রেন্ড খানিক টা ডাউন বলেই মনে হচ্ছে। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে ভারতীয় শেয়ার বাজার out perform করছে। বিগত কয়েক মাসের মধ্যে সব থেকে বড়ো  পতন বিশ্ব শেয়ার বাজার এ।

আজ ভারতীয় শেয়ার বাজার এর মেজর ইনডেক্স Nifty প্রায় 300 পয়েন্ট নিচে খোলে। আমার মত অনুযায়ী, ছোট trader দের partial প্রফিট বুক করা উচিত  এবং বাজার কে এক দু দিন নজর করা উচিত যে বিশ্ব বাজার এ কি ঘটে ,তারপর আবার লগ্নি করার কথা চিন্তা ভাবনা করা উচিত।

আরও পড়ুন: বিজেপির নবান্ন অভিযান: পুলিশের ভূমিকা নিয়ে সরকারের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

17160 ভাঙা না পর্যন্ত ভারতীয় শেয়ার বাজার এ uptrend থাকবে এবং 18100 না ভাঙা পর্যন্ত উপরের দিকে যাওয়া কঠিন হবে।