দুর্নীতি ইস্যুতে ঝাঁঝ বাড়াবে বিরোধীরা, পাল্টা দিতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস

নিউজ ডেস্কঃ দুর্নীতি ইস্যুতে বিরোধীদের লাগাতার আক্রমণে জেরবার তৃণমূল কংগ্রেস। চলতি বিধানসভা অধিবেশনে দুর্নীতি যে একটি বড় ‘ইস্যু’ হয়ে উঠতে পারে, তা ভালোভাবেই আঁচ করতে পারছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেক্ষেত্রে বিরোধীদের কড়া আক্রমণের ঝড় কীভাবে সামলাবেন দলের বিধায়ক, তার পাঠ দেওয়া হলো  তৃণমূল কংগ্রেস বিধায়কদের বৈঠকে।

পার্থ, কেষ্ট ইস্যুতে প্রথম থেকে তৃণমূল সতর্ক অবস্থান নিয়েছে। বিধানসভা অধিবেশনের আগে রুটিন মাফিক পরিষদীয় দলের বৈঠক করে তৃণমূল। তাতে রাজ্য সভাপতি সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম ও শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন।  সূত্রের খবর, সেই বৈঠকে বলা হয়, ‘বিরোধীরা চোর চোর বলে আক্রমণ করলে, পাল্টা আক্রমণে যান…’

বিধানসভা অধিবেশনে বিজেপি ফাঁদ পাততে পারে। সেই নতুন ফাঁদে পা না দেওয়ার জন্য তৃণমূল বিধায়কদের সতর্ক করলেন  ফিরহাদ হাকিম।তিনি এদিন বলেন, পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের ছবি নিয়ে বিধানসভায় আসতে পারেন বিজেপি বিধায়করা। তারপরেই বলেন, বিচারাধীন কোনও বিষয়ে দলের কেউ যেন মন্তব্য না করেন। বিজেপি উত্তপ্ত করতে চাইলে সেই পরিস্থিতি ঠাণ্ডা মাথায় সামলাতে হবে।

আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক: আহতদের জন্য আরোগ্য কামনা করে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

এর পাশাপাশি তাঁর স্পষ্ট বার্তা, দলে কেউ দুর্নীতি করলে দল সেই দায় নেবে না। তদন্তে সমস্ত ভাবে সাহায্য করা হবে। তবে তৃণমূল বিধায়করা সরব হবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতিসক্রিয়তা ইস্যুতে। উঠে আসবে ‘রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার প্রসঙ্গ’। একই সঙ্গে তুলে ধরা হবে, কেন বিজেপি মন্ত্রী- বিধায়ক- নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁদের জিজ্ঞাসাবাদ করে না, এই প্রসঙ্গও।ফিরহাদ এদিন বলেন, অপপ্রচার চালালে তাঁর কড়া বিরোধিতা করতে হবে।