রাজ্যের শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ সুদেষ্ণা রায়

নিউজ ডেস্ক: বড়সড় রদবদল। পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন পদে দায়িত্ব গ্রহণ করলেন সুদেষ্ণা রায়। কমিশনের বিশেষ পরামর্শদাতা থেকে একেবারে সরাসরি চেয়ারম্যান হলেন বিনোদন জগতের পরিচিত মুখ সুদেষ্ণা রায়। রদবদল হতে না হতেই ফের বিরোধীদের প্রশ্নের মুখে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তাই কি, তাঁর কপালে শিকে ছিঁড়ল?  উঠছে এমন প্রশ্ন।

বিনোদন জগতের সুদেষ্ণা রায়কে চেনেন না এমন মানুষ খুব কমই আছে। সাংবাদিকতা, চলচ্চিত্র, টেলিভিশনে অভিনয় এবং পরিচালনা-সহ বহুমুখী প্রতিভার অধিকারী তিনি। কিন্তু পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন হিসেবে কতটা যোগ্য, তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও রাজ্য সরকারের দাবি, কমিশনের বিশেষ পরামর্শদাতা থাকাকালীন শিশুদের উপর যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি, পকসো আইনের দুর্বলতার দিক চিহ্নিত করার বিষয়ে প্রশংসনীয় কাজ করেছেন তিনি।

আরও পড়ুন: কয়লা কাণ্ডে সিআইডির হাজিরা এড়ালেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি

পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন পদে এতদিন দায়িত্ব সামলেছেন অনন্যা চক্রবর্তী। আপাতত তিনি কমিশনের উপদেষ্টা হিসেবেই কাজ করবেন। শিশু অধিকার সুরক্ষা কমিশনের কাজে বিদায়ী চেয়ারপার্সনের নজরকাড়া ভূমিকা ছিল। সংবাদমাধ্যমকে শিশুর অধিকার রক্ষা সম্পর্কে সচেতন ও উদ্যোগী করার বিষয়ে তাঁর অবদান যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন: কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ! দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে বাড়ল বৃষ্টির ঝুঁকি