আবারও ভারী বৃষ্টির ভ্রুকুটি। আকাশের মুখভার। পুজোর আর দুই সপ্তাহ বাকি, সপ্তাহান্তে পুজোর বাজার পন্ড করতে পারে বৃষ্টি। বঙ্গোপসাগরে ঘনিয়ে আসছে ঘূর্ণাবর্ত, যা মঙ্গলবার নিম্নচাপের রূপ নিতে পারে। এর জন্য বুধবার থেকে আবারও ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি।
আধো আলো ছায়ায় রয়েছে শহর। রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানান হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া হতে পারে, সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য।
আরও পড়ুন: শ্রেষ্ঠ অভিনেতার আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হলেন বাংলার চন্দন সেন
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলায় কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই রয়েছে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩.৫° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৪.৩° সেলসিয়াস
আরও পড়ুন: সোনা-রুপোর আজকের বাজার দর
Leave a Reply