পুজোর পরিবহন: সারা রাত চলবে বাস, মেট্রোও মিলবে ভোর পর্যন্ত

নিউজ ডেস্ক: দোরগোড়ায় দুর্গাপুজো। হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। বাঙালির কাছে দুর্গাপুজো মানেই সময়জ্ঞান হারিয়ে ফেলা। দুর্গাপুজোর দিনগুলিতে মাঝরাতের কলকাতাকেও যেন মনে হয় সন্ধ্যে। কটা বাজে, কত রাত- সময়ের খেয়াল না রেখেই মানুষ মাতে দেদার আনন্দে। তবে বাড়ি ফেরার হুঁশ ফিরলেই পড়তে হয় বিপদে। তবে এইবছর সেই বিপদ থেকেই রক্ষা পেতে চলেছে শহরবাসী।

পরিবহন সূত্রে সুখবর, পুজোর সময় সপ্তমী থেকে নবমী পর্যন্ত সারারাত রাস্তায় পাওয়া যাবে সরকারি বাস। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, পুজোর সময় সারা রাত বাসের চাহিদা থাকে। সেই জন্যেই অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, সপ্তমী থেকে নবমী পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে ভোর রাত অবধি।

আরও পড়ুন: টিটাগড় স্কুলে বিস্ফোরণের ঘটনাতেও এনআইএ তদন্তের দাবি বিজেপির

অতিরিক্ত বাস চলবে গোটা পুজো জুড়েই। এসি, নন-এসি মিলিয়ে মোট ১০৪ টি অতিরিক্ত বাস চলবে শহরে। শুধু লোকাল বাসই নয়, পুজোর সময় দুরপাল্লার বাস বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এদিকে কলকাতা মেট্রো রেলের তরফেও জানানো হয়েছে, পঞ্চমী থেকেই মেট্রো চলবে নতুন সূচিতে। আপ ডাউন মিলিয়ে পঞ্চমী ও ষষ্ঠীতে মোট মেট্রো চলবে ২৮৮ টি। সপ্তমী, অষ্টমী ও নবমীতে চলবে মোট ২৪৮ টি মেট্রো। দশমীতে মেট্রো চলবে ১৩২ টি। একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত মেট্রো চলবে ২৩৪ টি। পুজোর পরিবহনের এই সুখবরে বেজায় খুশি শহরবাসী।

আরও পড়ুন: আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি কমলেও, বৃষ্টিতে ভাসতে পারে পুজো